করোনা-আমফান বিপর্যয়কে পিছনে ফেলে ভক্তদের জন্য খুলে গেলো কপিলমুনি মন্দিরের দ্বার

একেই করোনার দাপট। তাঁর দোসর সুপার সাইক্লোন আমফান। কিন্তু সমস্ত বিপর্যয়কে পেছনে ফেলে প্রায় ২ মাস পরে খুলল দক্ষিণ ২৪ পরগণার সাগরের কপিলমুনি মন্দিরের দরজা।

২ মাস ১২ দিন পর আজ, সোমবার ভক্তদের জন্য খুলল সাগরের কপিলমুনি মন্দিরের দরজা। এদিন সকাল ৯টা নাগাদ দরজা খুলে দেওয়া হয়। এরপরই স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা, ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক নিমাই মহারাজ কপিলমুনির মন্দিরে পুজো দেন। সামাজিক দূরত্ব বিধি মেনে এলাকার মহিলারাও পুজোয় দেন কপিলমুনি মন্দিরে।