এবার নিজাম প্যালেসের সিবিআই দফতরে করোনার হানা। করোনায় আক্রান্ত হয়েছেন সিবিআইয়ের এক পদস্থ অফিসার। আর সেই কারনেই নিজাম প্যালেস-এর ১৫ ও ১৬ তলা বন্ধ করে দেওয়া হয়েছে। স্যানিটাইজেশনের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সিবিআইয়ের ওই অফিসার হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর পরিবারের আরও পাঁচজনকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। ওই অফিসার যে সমস্ত সহকর্মীর সংস্পর্শে এসেছিলেন তাদের কথা মাথায় রেখেই ২২জনকে চিহ্নিত করা হয়েছে। এই ২২জনকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।
