Tuesday, November 11, 2025

ক্ষতিগ্রস্তদের ভুয়ো তালিকা? কাঠগড়ায় ৪ বিদায়ী কাউন্সিলর

Date:

আমফানে ক্ষতিগ্রস্তদের ভুয়ো তালিকা পাঠানোর অভিযোগ উঠল তারকেশ্বর পুরসভার চার বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে।মঙ্গলবার এই অভিযোগে তারকেশ্বর টাউন কংগ্রেসের সভাপতি শৈল্য ঘোষ মুখ্যমন্ত্রী দফতর, ফিরহাদ হাকিম এবং জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ১৪ নং ওয়ার্ডের ৫ জন, ১৫ নং ওয়ার্ডের ৩ জন, ৯ নং ওয়ার্ডের ২ জন, ৮ নং ওয়ার্ডের ১ জনের নাম ক্ষতিগ্রস্ত তালিকায় রাখা হয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ যাঁদের নাম তালিকায় রয়েছে তাঁদের অধিকাংশই ক্ষতিগ্রস্ত নন। ৯ নং ওয়ার্ডের সুজাতা সরকারের নামে যে টাকা অনুমোদন হয়েছে অথচ তাঁর নামেই বাড়ি নয়। বাড়ির মালিক সুজাতার শাশুড়ি সুন্দরী সরকারের। ক্যামেরায় ধরা পড়ে ঝাঁ চকচকে দোতলা বাড়ি, বাড়িতে লাগানো রয়েছে এসি। ছেলে মিলন সরকারের নিজস্ব দুটি দোকান। অথচ তাঁরা বলছেন তাঁদের গোয়ালঘর ভেঙে পড়েছে। পাশাপাশি প্রতিবেশীদের দাবি, আমফানে এলাকায় কোনও ক্ষতি হয়নি।

১৪ নং ওয়ার্ডের মহম্মদ নাসিমের পুরানো একটি ভেঙে পড়া বাড়িকে ক্ষতিগ্রস্ত তালিকায় তোলা হয়েছে। পুর বিষয়টি তদন্ত শুরু করেছেন জেলাশাসক। অভিযুক্ত কাউন্সিলরদের কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তবে পুরপ্রশাসক স্বপন সামন্ত জানান, তালিকা তৈরি হলেই ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় না। উপযুক্ত পর্যবেক্ষণ করে তবেই দেওয়া হবে টাকা।

Related articles

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...
Exit mobile version