Thursday, August 21, 2025

আমফানে ক্ষতিগ্রস্তদের ভুয়ো তালিকা পাঠানোর অভিযোগ উঠল তারকেশ্বর পুরসভার চার বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে।মঙ্গলবার এই অভিযোগে তারকেশ্বর টাউন কংগ্রেসের সভাপতি শৈল্য ঘোষ মুখ্যমন্ত্রী দফতর, ফিরহাদ হাকিম এবং জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ১৪ নং ওয়ার্ডের ৫ জন, ১৫ নং ওয়ার্ডের ৩ জন, ৯ নং ওয়ার্ডের ২ জন, ৮ নং ওয়ার্ডের ১ জনের নাম ক্ষতিগ্রস্ত তালিকায় রাখা হয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ যাঁদের নাম তালিকায় রয়েছে তাঁদের অধিকাংশই ক্ষতিগ্রস্ত নন। ৯ নং ওয়ার্ডের সুজাতা সরকারের নামে যে টাকা অনুমোদন হয়েছে অথচ তাঁর নামেই বাড়ি নয়। বাড়ির মালিক সুজাতার শাশুড়ি সুন্দরী সরকারের। ক্যামেরায় ধরা পড়ে ঝাঁ চকচকে দোতলা বাড়ি, বাড়িতে লাগানো রয়েছে এসি। ছেলে মিলন সরকারের নিজস্ব দুটি দোকান। অথচ তাঁরা বলছেন তাঁদের গোয়ালঘর ভেঙে পড়েছে। পাশাপাশি প্রতিবেশীদের দাবি, আমফানে এলাকায় কোনও ক্ষতি হয়নি।

১৪ নং ওয়ার্ডের মহম্মদ নাসিমের পুরানো একটি ভেঙে পড়া বাড়িকে ক্ষতিগ্রস্ত তালিকায় তোলা হয়েছে। পুর বিষয়টি তদন্ত শুরু করেছেন জেলাশাসক। অভিযুক্ত কাউন্সিলরদের কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তবে পুরপ্রশাসক স্বপন সামন্ত জানান, তালিকা তৈরি হলেই ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় না। উপযুক্ত পর্যবেক্ষণ করে তবেই দেওয়া হবে টাকা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version