Sunday, May 18, 2025

২১ জুলাই কি ‘ভার্চুয়াল’ সমাবেশ? মমতা জানালেন, দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত

Date:

রাজ্যে ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন৷ সে ক্ষেত্রে হাতে থাকবে মাত্র ২১ দিন৷ এই সময়ের মধ্যে রাজ্যের পরিস্থিতি করোনা-পূর্ব অবস্থায় ফেরানো কার্যত অসম্ভব৷

তাহলে এ বছর তৃণমূলের ২১ জুলাইয়ের ভবিষ্যৎ কী ? তৃণমূলও কি তাহলে বিজেপির মতোই ভার্চুয়াল সমাবেশ করবে ওই ২১ জুলাই ?

সোমবার নবান্নে এসব প্রশ্নের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেছেন, “সেদিন কী হবে, তা নিয়ে এখনও কিছু ঠিক হয়নি৷ দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত”à§·

তৃণমূলের সঙ্গে ২১ জুলাইয়ের সমাবেশের নাড়ির যোগ৷ ওই দিনেরর সমাবেশে যোগ দিতে রাজ্যের সব প্রান্তের লাখ লাখ মানুষ কলকাতায় পা রাখেন৷ কিন্তু করোনা- আবহে এবারের পরিস্থিতি ভিন্ন। প্রতি বছরের ২১ জুলাই যেভাবে মানুষ আসেন, সমাবেশে যোগ দেন, এবার সামাজিক দূরত্ব বিধির কারনে, তা কার্যত অসম্ভব৷ একুশের নির্বাচনের আগে এবারই সম্ভবত শেষ ২১ জুলাই৷ এই সমাবেশ করতে না পারলে ক্ষতিই হবে শাসক দলের৷ একুশের মঞ্চ থেকেই বারো মাসের কর্মসূচি ঘোষণা করেন সুপ্রিমো৷
ফলে, একমাত্র বিকল্প ভার্চুয়াল সমাবেশ৷ তৃণমূল নেত্রী এদিন এ বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি৷ তবে তিনি এদিন জানিয়েছেন, ভার্চুয়াল সভা করতে কোটি কোটি টাকা লাগে৷ বিজেপির টাকা আছে, তাই করছে। তিনি বলেন, “ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রশাসনিক ব্যাপারে অনেকের সঙ্গে কথা বলেছি। কিন্তু ভিডিও কনফারেন্সিং ও ভার্চুয়াল সভার মধ্যে ফারাক রয়েছে”à§· মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, তিনি এখনই এই বিষয়ে কিছু জানাতে পারবেন না। দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ফলে ২১ জুলাইয়ের সমাবেশের ভবিষ্যৎ কী, তা জানতে আরও কিছুদিন অপেক্ষাই করতে হবে৷

‬

Related articles

পৃথিবীর ভালো করতে গিয়ে ভাঙল মাস্তুল! ব্রুকলিন ব্রিজে ধাক্কা মেক্সিকান জাহাজের

ঠিক যেন হলিউড সিনেমা। সেতুর উচ্চতা অনেক কম জেনেও সোজা চালিয়ে দেওয়া হল জাহাজ। তাতেই একের পর এক...

হায়দরাবাদের চারমিনারের সামনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১১ ইঞ্জিন!

রবিবাসরীয় সকালে হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire near Hyderabads Charminar)। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি...

কলকাতার রানিকুঠিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, রানিদিঘি থেকে উদ্ধার দেহ!

রবিবাসরীয় সকালে কলকাতার রানিকুঠি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অভিক দে (Avik Dey),...

মৌসুমী বায়ু- ঘূর্ণাবর্তের জোড়া ইনিংস, সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির দুর্যোগ জেলায় জেলায় 

কালবৈশাখীর ঝোড়ো হাওয়া আর কয়েক পশলা বৃষ্টিতে শনিবার রাত থেকে তাপমাত্রার পারদ সামান্য কমেছে। রবিবাসরীয় সকালে দক্ষিণবঙ্গের (South...
Exit mobile version