Friday, December 12, 2025

আর্জি খারিজ, বুধবার মুম্বই পুলিশের কাছে হাজিরা দিতে হবে অর্ণব গোস্বামীকে

Date:

Share post:

মুম্বই হাইকোর্ট তাঁর আর্জি খারিজ করায় বিপাকে রিপাবলিক টিভির বিতর্কিত সঞ্চালক অর্ণব গোস্বামী৷ বুধবারই তাঁকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে৷

গত ২১ এপ্রিল রিপাবলিক টিভিতে মহারাষ্ট্রের পালঘরের গণপিটুনিতে দুই সাধুসহ তিনজনের হত্যার ঘটনা নিয়ে অর্ণব একটি অনুষ্ঠান করেছিলেন। এর পরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, ওই অনুষ্ঠানে পালঘরের ঘটনায় সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা চালিয়েছেন৷ এর পাশাপাশি, মুম্বইয়ের বান্দ্রা স্টেশনের সামনে শ্রমিকদের এক জমায়েতকেও সাম্প্রদায়িক ইস্যু বানানোর চেষ্টা করেছেন বলেও অর্ণব গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ ওঠে৷
২১ তারিখের অনুষ্ঠানে অর্ণব পালঘরের ঘটনায় কংগ্রেসের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জন্মস্থান প্রসঙ্গ উল্লেখ করে প্রকাশ্যে সোনিয়া গান্ধীর মানহানি করেছেন বলে অভিযোগ আনে কংগ্রেস। অর্ণবের বিরুদ্ধে দেশের প্রায় সব রাজ্যেই FIR করে কংগ্রেস কর্মীরা৷

সেই মামলাতেই রিপাবলিক টিভি ও তাঁর বিরুদ্ধে নাগপুর ও মুম্বইয়ে দায়ের হওয়া FIR খারিজ করার আবেদন জানিয়েছিলেন অর্ণব গোস্বামী৷ মূলত পুলিশি জেরা থেকে বাঁচতেই এই আর্জি জানিয়েছিলেন৷
এদিনের শুনানিতে অর্ণব গোস্বামীর হয়ে হাইকোর্টে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে৷ আর মহারাষ্ট্র সরকারের আইনজীবী ছিলেন কপিল সিবল৷ দুই তারকা- আইনজীবীর টানা সওয়ালের পর বিচারপতি উজ্জল ভূয়ান ও বিচারপতি রিয়াজ চাগলার বেঞ্চ অর্ণব গোস্বামীর আবেদন সরাসরি খারিজ করে তাঁকে বুধবারই মুম্বইয়ের এনএম যোশি থানায় হাজিরা দিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে৷ পাশাপাশি অবশ্য বলেছে, অর্ণবকে গ্রেফতার করতে পারবে না পুলিশ৷ এই মামলার পরবর্তী শুনানি ১২ জুন।

spot_img

Related articles

প্রকাশিত নবম-দশম ইন্টারভিউ-এর তালিকা: রয়েছে ৪০ হাজার নাম

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুলে শিক্ষক নিয়োগের তৎপরতায় স্কুল সার্ভিস কমিশন। সেই মতো একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া এর মধ্যেই...

মঙ্গলে খসড়া ভোটার তালিকা: প্রায় ২ কোটি ভোটারের শুনানির প্রস্তুতি কমিশনের

দেশের ছয় রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় বাড়ালেও বাড়েনি বাংলায়। বাংলার কমিশন দফতর সেভাবে সুপারিশ না করাতেই...

বিহারে পিতৃতান্ত্রিক সমাজ বদলের ডাক: মহিলা ভাতায় কটাক্ষ লালু-কন্যার

আফসোস নাকি অভিযোগ? বিহারের নির্বাচনে পরাজয়ের পরে লালু প্রসাদ যাদবের পরিবারে যে ভাঙন ধরেছিল তাতে বড়সড় আঘাত পেয়েছিলেন...

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...