Thursday, November 13, 2025

আমফানের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে গোটা সুন্দরবন। সংবাদমাধ্যম এবং সূত্র মারফৎ সেই খবর জেনে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। শুধু নিজে নন, সুন্দরবনের আমফান কবলিত বাসিন্দাদের পাশে দাঁড়ানোর জন্য বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয়স্বজন- সবার কাছে আবেদন জানিয়েছেন তিনি।

সুপার সাইক্লোনের দাপটে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল বিশেষ উপকূলবর্তী এলাকা তছনছ হয়ে গিয়েছে। হাজার হাজার পরিবার ভিটে হারিয়ে আশ্রয় নিয়েছেন নদীবাঁধে। প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা ব্যক্তিগত সাহায্যে কোনওক্রমে জীবন ধারণ করছেন সুন্দরবনের বাসিন্দারা। এই পরিস্থিতিতে বস্টনে থেকেও অসহায় মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। আর এই দূরত্বকে কাছাকাছি নিয়ে এসেছে লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল। তাদের মাধ্যমেই সুন্দরবনবাসীর কাছে ত্রাণ পাঠিয়েছেন অভিজিৎ বিনায়ক। তাঁর উদ্যোগেই ওই সংস্থার তরফে সুন্দরবনের অসহায় মানুষদের জন্য চালানো হচ্ছে কমিউনিটি কিচেন।
নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, বস্টনে বসেই তিনি ভিডিওতে দেখেছেন সুন্দরবনের ক্ষয়ক্ষতি। তাঁর মনে হয়, দুর্গতদের খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে। ফের স্বাভাবিক জীবনে ফেরাতে হবে সুন্দরবনবাসীকে। সে কারণেই তাঁর এই উদ্যোগ। পাশাপাশি, বন্ধু আত্মীয়দেরও সুন্দরবনের মানুষের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version