কিছুদিন আগেই সন্তান আগমনের খবর দিয়েছেন রাজ শুভশ্রী। সেই খবর নিয়েই এখন সরগরম টলিপাড়া। দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেই খুশির খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তাঁরা।
অন্তঃসত্ত্বা হওয়া মানেই বাধাহীন ভাবে মনের মতো খাবার খাওয়া। আপাতত কোনও ডায়েট মানচ্ছেন না অভিনেত্রী। তাই চলছে মনের মত খাওয়াদাওয়া। তাঁর সাম্প্রতিক ছবি থেকে সেটাই বোঝা যাচ্ছে স্পষ্ট।
ছবিতে দেখা যাচ্ছে ফ্রিজের সামনে দাঁড়িয়ে মন ভরে চকলেট খাচ্ছেন শুভশ্রী। আবার ধরা পড়ে গিয়ে তাঁর মুখে দেখা গিয়েছে মিষ্টি হাসি। আবার কখনও দেওয়ালে হেলান দিয়ে পাউট করে ফটোও তুলেছেন অভিনেত্রী। এই সব ছবিই নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শুভশ্রী। ক্যাপশনে লিখেছেন, ‘প্রেগনেন্সি মানে নয় মাসই চিট ডে’।
পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি। কমেন্ট বক্সে অভিনেত্রীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ঐন্দ্রিলা, অনিন্দিতা, অদ্রিজা, শ্রাবন্তী সহ শুভশ্রীর সহকর্মীরা। ৪০ হাজারের ওপর লাইক পড়ে গিয়েছে এই ছবিতে।