বীরপাড়া থানার এসআইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার

বীরপাড়া থানার এসআই হরিশ বর্মনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো। মঙ্গলবার সন্ধে নাগাদ থানার অফিসার কোয়ার্টার থেকে ৫৮ বছর বয়সী এসআইয়ের দেহ উদ্ধার করা হয়।

বীরপাড়া থানার ওসি পালজোড় ভুটিয়া জানান, সোমবার রাতে এসআই হরিশ বর্মন ডিউটি করেছেন। মঙ্গলবার তিনি নিজের কোয়ার্টারে ছিলেন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বুধবার মৃতদেহ ময়না তদন্তে পাঠান হবে বলে ওসি জানান।

কোচবিহার জেলার খাগরাবাড়ির বাসিন্দা মৃদু ভাষী হরিশ বর্মন। বীরপাড়া থানায় তাঁর সহকর্মীদের প্রিয় ছিলেন তিনি।
এসআইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বীরপাড়া থানার অন্দরে।