লোকাল ট্রেন-মেট্রো নেই, কিন্তু অফিসে আসার নিদান সরকারের! রাজ্যের কড়া সমালোচনায় সোমেন

“রাজ্য সরকার হঠাৎ করে ঘোষণা করলেন ১লা জুন থেকে সমস্ত অফিস খুলে দেওয়ার। কিন্তু কোনও উপযুক্ত পরিবহন ব্যবস্থার কথা ভাবলো না। রাজ্য আরও ঘোষণা অফিস না এলে বেতন কেটে নেবে! এখন আবার বলছেন দুটো শিফটে কাজ করতে! এই সরকারের আসলে নিদিষ্ট কোনও পরিকল্পনা নেই। মহম্মদ বিন তুঘলকের মতো রাজত্ব চলছে!”

ফের রাজ্যের সমালোচনায় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর কথায়, রাজ্য সরকার নিজের খেয়াল-খুশি মতো সবকিছু করছে। কোনও পরিকল্পনা নেই। অফিস আসতে বললেই তো হলো না, কীভাবে মানুষ অফিস হবে সেটাও ভাবা উচিত। লোকাল ট্রেন কিংবা মেট্রো চলছে না। অথচ সবাইকে অফিসে আসার নির্দেশ দেওয়া হচ্ছে। কোনও বিকল্প পরিবহন ব্যবস্থা নেই। এভাবে চলতে পারে না।

Previous articleএকনজরে বাংলার করোনা আপডেট
Next articleখুলছে সুন্দরবন টাইগার রিজার্ভ