Wednesday, August 27, 2025

করোনা প্রতিষেধক তৈরি করতে উদ্যোগী হল ভারতের আরও এক সংস্থা। ভারত বায়োটেক, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রতিষেধক তৈরির কাজে এগিয়ে এল ফার্মাসিউটিক্যাল রিসার্চ ফার্ম প্যানাসিয়া বায়োটেক লিমিটেড। প্যানাসিয়ার সঙ্গে এই কাজে যুক্ত হয়েছে মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি রেফানা।

প্যানসিয়া সূত্রে খবর, সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেন নিষ্ক্রিয় করে ইনঅ্যাক্টিভেটেড কোভিড ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়েছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাজেশ জৈন জানান,
প্রতিষেধক তৈরির এই পদ্ধতি অনেক বেশি নিরাপদ। পাশাপাশি রোগীর শরীরে দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। সংস্থার পাশে রয়েছে রেফানা। জানা গিয়েছে আগামী বছরের শুরুতে প্রতিষেধক মিলবে ভারতের বাজারে। মার্কিন সংস্থার হাত ধরে বিশ্বের অন্যান্য দেশেও পাঠানো হবে প্রতিষেধক।

গবেষকরা জানিয়েছেন, একটি ভাইরাস কি সম্পূর্ণভাবে প্রতিষেধক তৈরির কাজে ব্যবহার করা হয় না। ভাইরাসকে প্রথমে দুর্বল করা হয় তারপর ভ্যাকসিন বা ভ্যাকসিন ক্যানডিডেট তৈরির কাজে লাগানো হয়। তবে প্যানাসিয়ার গবেষকদের প্রতিষেধক তৈরির পদ্ধতি একেবারেই ভিন্ন। জানা গিয়েছে, সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেনের সারফেস প্রোটিন বা স্পাইক গ্লাইকোপ্রোটিনকে নিষ্ক্রিয় করে তাকে পিউরিফাই করার পরেই ভ্যাকসিন তৈরির কাজে লাগানো হয়েছে। এই পিউরিফাইড ভাইরাল স্ট্রেনের সংক্রমণ সরাতে পারবে না। রোগীর শরীরে এই ভাইরাল স্ট্রেন সক্রিয় হতে পারবে না।

ফার্মাসিউটিক্যাল রিসার্চ ফার্ম প্যানাসিয়া বায়োটেক লিমিটেড মোট ৫০ কোটি ভ্যাকসিন তৈরি করবে। মানবদেহে ভ্যাকসিনের সফল হলেই আগামী বছরের শুরুতে বাজারে মিলবে এই ভ্যাকসিন। প্রাথমিকভাবে চার কোটি ভ্যাকসিনের ডোজ পাওয়া যাবে বলে জানিয়েছেন রাজেশ জৈন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version