Thursday, May 8, 2025

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে হুমকি মেল। সেখানে হুমকি দেওয়া হল কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচ চলাকালীনই নাকি ইডেন উড়িয়ে দেওয়ার হুমকি আসে সিএবিতে। এরপরই নিরাপত্তা ব্যাবস্থা আরও আঁটোসাটো করা হয়। পুলিশও(Kolkata Police) এদিন অত্যন্ত তত্পর ছিল। যদিও শেষপর্যন্ত তেমন কিছুই হয়নি।

ইডেন গার্ডেন্সে হাই প্রোফাইল ম্যাচ।  কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই মরসুমে ইডেনে শেষ ম্যাচে নেমেছিলেন ধোনি। সেই ম্যাচের আগেই সিএবের মেলে হুমকি ইমেল করে অজ্ঞাত পরিচয় দুস্কৃতি। যদিও এই ঘটনা একেবারেই হাল্কা ভাবে নেয়নি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের কর্তারা। এমন হুমকি মেল পাওয়ার পরই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় সিএবির তরফে। এরপরই ইডেন গার্ডেন্সের নিরাপত্তা আরও জোরদার করা হয়।

ভারত পাকিস্তানের মধ্যে চলা অশান্তির এই আবহে একেবারেই ঝুঁকি নিতে চায়নি সিএবি কর্তারা। পুলিশের কাছে এই হুমকি মেল নিয়ে সমস্ত ব্যাপার ভালোভাবে জানানো হয় সিএবির তরফে। এরপরই যা ব্যাবস্থা নেওয়ার নেয় কলকাতা পুলিশ।

ম্যাচের নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছিল। স্টেডিয়ামের বাইরেও বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। এমনকি কার পার্কিংয়েও প্রতিটা গাড়ির নিরাপত্তা খতিয়ে দেখা হয়। যদেও তেমন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ মে (বৃহস্পতিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

উপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা আচার্যের! দেরির কারণ সিল বন্ধ খামে জানানোর নির্দেশ

সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঁধে দেওযা সময়ের মধ্যেও কেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হয়নি। আচার্য তথা রাজ্যপাল সি...

ভারতে ২৭টি বিমানবন্দর বন্ধ, বাতিল ৪৩০ উড়ান! পাকিস্তানেও নিষেধাজ্ঞা জারি

ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তির মধ্যে বহু বিমানবন্দর(Air Port) বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান(Aircraft) পরিবহন মন্ত্রক। এখনও পর্যন্ত ২৭টি বিমানবন্দর(Air...

কলকাতায় পর পর অগ্নিকাণ্ডের জের, কড়া নির্দেশিকা জারি পুর ও নগরোন্নয়ন দফতরের

সম্প্রতি কলকাতায়(Kolkata) পর পর অগ্নিকাণ্ডে(Fire Incident) প্রাণহানি ঘটনার জেরে বাণিজ্যিক ভবনগুলিতে অগ্নি সুরক্ষা বিধি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে...
Exit mobile version