বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে হুমকি মেল। সেখানে হুমকি দেওয়া হল কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচ চলাকালীনই নাকি ইডেন উড়িয়ে দেওয়ার হুমকি আসে সিএবিতে। এরপরই নিরাপত্তা ব্যাবস্থা আরও আঁটোসাটো করা হয়। পুলিশও(Kolkata Police) এদিন অত্যন্ত তত্পর ছিল। যদিও শেষপর্যন্ত তেমন কিছুই হয়নি।
ইডেন গার্ডেন্সে হাই প্রোফাইল ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই মরসুমে ইডেনে শেষ ম্যাচে নেমেছিলেন ধোনি। সেই ম্যাচের আগেই সিএবের মেলে হুমকি ইমেল করে অজ্ঞাত পরিচয় দুস্কৃতি। যদিও এই ঘটনা একেবারেই হাল্কা ভাবে নেয়নি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের কর্তারা। এমন হুমকি মেল পাওয়ার পরই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় সিএবির তরফে। এরপরই ইডেন গার্ডেন্সের নিরাপত্তা আরও জোরদার করা হয়।
ভারত পাকিস্তানের মধ্যে চলা অশান্তির এই আবহে একেবারেই ঝুঁকি নিতে চায়নি সিএবি কর্তারা। পুলিশের কাছে এই হুমকি মেল নিয়ে সমস্ত ব্যাপার ভালোভাবে জানানো হয় সিএবির তরফে। এরপরই যা ব্যাবস্থা নেওয়ার নেয় কলকাতা পুলিশ।
ম্যাচের নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছিল। স্টেডিয়ামের বাইরেও বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। এমনকি কার পার্কিংয়েও প্রতিটা গাড়ির নিরাপত্তা খতিয়ে দেখা হয়। যদেও তেমন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
–
–
–
–
–
–
–
–
–
–
–