করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনে বন্ধ ছিল দীঘার পর্যটন। কিন্তু আনলক ফেজ ওয়ানের হাত ধরে এবার
দীঘার সমুদ্র সৈকত খুলে দেওয়া হলো পর্যটকদের জন্য। আজ, বৃহস্পতিবার থেকেই পর্যটকদের স্বাগত জানাচ্ছে দীঘা।

ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে হোটেলগুলি। চালু হচ্ছে বুকিং সিস্টেমও। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি হোটেল কর্তৃপক্ষকে
জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি স্যানিটাইজার টানেল বসানোর নির্দেশও দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, হোটেলগুলি খোলা হলেও ৩০ শতাংশ রুম তারা পর্যটকদের দিতে পারবে। পাশাপাশি এইসব হোটেলগুলিতে কর্মী সংখ্যাও প্রতিদিন ৩০ শতাংশের মধ্যেই রাখতে হবে বলে প্রশাসন সূত্রে নির্দেশ দেওয়া হয়েছে।
