পথ হারিয়ে ফেলেছেন ? না’কি নতুন রাস্তা খুঁজছেন ?

আর চিন্তা নেই, আপনার পাশে আছেন বিগ বি৷ হারানো পথ বা নতুন রাস্তার খোঁজ দেবেন
স্বয়ং অমিতাভ বচ্চন।

চোখ কপালে তোলার কোনও কারন নেই৷ একদম ঠিকঠাক পড়ছেন৷
এবার থেকে আপনার ফোনে থাকা গুগল ম্যাপ অন করার পর আপনাকে পথ দেখাবে অমিতাভ বচ্চন। কোন রাস্তায় গেলে ট্রাফিক জ্যামে ফাঁসবেন আর কোন পথে ঢুকলে জ্যাম-ফ্যাম কিছুই পাবেন না, সেই খবর শোনাবেন বিগ বি৷ গোটা যাত্রাপথেই আপনার সঙ্গী হবেন তিনি৷

শাহেনশাহর সেই আইকনিক ভয়েস এবার ব্যবহার করতে চলেছে গুগল। গুগল ম্যাপস অমিতাভ বচ্চনকে এই প্রস্তাব দিয়েছে। আলোচনা চলছে। জানা গিয়েছে, বাড়িতে বসেই কন্ঠস্বর রেকর্ড করবেন বচ্চন৷ তারপর গুগল ম্যাপসের হাতে সেটি তুলে দেবেন৷
গুগল জানিয়েছে, গুগল ম্যাপস ভয়েস ফিচারের জন্য প্রথম পছন্দ হিসেবে অমিতাভ বচ্চনকেই বেছে নেওয়া হয়েছে। এখনও চূড়ান্ত চুক্তি সই হয়নি। তবে জানা যাচ্ছে, এজন্য বিগ-বিকে অস্বাভাবিক অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি যদি গুগলের অফার গ্রহণ করার সিদ্ধান্ত নেন, তবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ি বসেই তাঁর ভয়েস রেকর্ড করতে পারবেন।