রাজ্যে একদিনে সর্বাধিক, শেষ ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত ৪৪০!

রোজ নতুন তথ্য। রোজ নতুন রেকর্ড। আগের ২৪ ঘন্টার রেকর্ড ভেঙে যাচ্ছে পরের ২৪ ঘন্টায়। গোটা দেশে যা পরিস্থিতি, রাজ্যেও তাই।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪০ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। যার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯,৭৬৮। এই ২৪ ঘন্টায় রাজ্যে মারা গিয়েছেন আরও ১০ জন করোনা রোগী। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪৪২।

আজ, বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ৩৩৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৯ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ৩,৯৮৮।

Previous articleকরোনা আবহে পরীক্ষা বাতিলের দাবি, সোশ্যাল মিডিয়ায় আন্দোলন পড়ুয়াদের
Next articleরাস্তা খুঁজে পাচ্ছেন না ? চিন্তা নেই বিগ বি আছেন