রাস্তা খুঁজে পাচ্ছেন না ? চিন্তা নেই বিগ বি আছেন

পথ হারিয়ে ফেলেছেন ? না’কি নতুন রাস্তা খুঁজছেন ?

আর চিন্তা নেই, আপনার পাশে আছেন বিগ বি৷ হারানো পথ বা নতুন রাস্তার খোঁজ দেবেন
স্বয়ং অমিতাভ বচ্চন।

চোখ কপালে তোলার কোনও কারন নেই৷ একদম ঠিকঠাক পড়ছেন৷

এবার থেকে আপনার ফোনে থাকা গুগল ম্যাপ অন করার পর আপনাকে পথ দেখাবে অমিতাভ বচ্চন। কোন রাস্তায় গেলে ট্রাফিক জ্যামে ফাঁসবেন আর কোন পথে ঢুকলে জ্যাম-ফ্যাম কিছুই পাবেন না, সেই খবর শোনাবেন বিগ বি৷ গোটা যাত্রাপথেই আপনার সঙ্গী হবেন তিনি৷

শাহেনশাহর সেই আইকনিক ভয়েস এবার ব্যবহার করতে চলেছে গুগল। গুগল ম্যাপস অমিতাভ বচ্চনকে এই প্রস্তাব দিয়েছে। আলোচনা চলছে। জানা গিয়েছে, বাড়িতে বসেই কন্ঠস্বর রেকর্ড করবেন বচ্চন৷ তারপর গুগল ম্যাপসের হাতে সেটি তুলে দেবেন৷
গুগল জানিয়েছে, গুগল ম্যাপস ভয়েস ফিচারের জন্য প্রথম পছন্দ হিসেবে অমিতাভ বচ্চনকেই বেছে নেওয়া হয়েছে। এখনও চূড়ান্ত চুক্তি সই হয়নি। তবে জানা যাচ্ছে, এজন্য বিগ-বিকে অস্বাভাবিক অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি যদি গুগলের অফার গ্রহণ করার সিদ্ধান্ত নেন, তবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ি বসেই তাঁর ভয়েস রেকর্ড করতে পারবেন।

Previous articleরাজ্যে একদিনে সর্বাধিক, শেষ ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত ৪৪০!
Next articleব্রেকফাস্ট নিউজ