পরের আইপিএল-এ কি খেলবেন মাহি? মুখ খুললেন চেন্নাই-এর সিইও

এরপরই সিএসকে সিইও আরও বলেন,”ধোনি সিদ্ধান্ত নিলে আমরা তৎক্ষণাৎ জানাব বলেই আশা রাখি।

গ্রুপ পর্বের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে ২০২৪ আইপিএল থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। আর এরপরই ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন ২০২৫ সালের আইপিএলে হলুদ জার্সিতে খেলবেন কিনা মহেন্দ্র সিং ধোনি? আর এই নিয়ে এবার মুখ খুললেন সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথ।তিনি আশা করছেন পরের মরশুমেও খেলবেন মাহি।

এই নিয়ে এক সাক্ষাৎকারে কাশি বিশ্বনাথ বলেন, ”এমএস-এর ভবিষ্যৎ আমার জানা নেই। ও খেলবে কিনা, সেই প্রশ্নের জবাব দিতে পারে কেবল ধোনিই। আমরা এমএসের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে এসেছি। সবকিছু ছেড়ে দিয়েছি এমএসের উপরে। ধোনি ওর সিদ্ধান্ত সঠিক সময়ে জানিয়েছে।”

এরপরই সিএসকে সিইও আরও বলেন,”ধোনি সিদ্ধান্ত নিলে আমরা তৎক্ষণাৎ জানাব বলেই আশা রাখি। আমরা খুব আশাবাদী পরের বছরও ধোনিকে আমরা পাবো। এটাই সমর্থকদের প্রত্যাশা। আমারও প্রত্যাশা।”

আরও পড়ুন- এবার আন্তর্জাতিক ফুটবলে নতুন কার্ড, দেখা যাবে কোপা থেকে


Previous articleতুমি রবে নীরবে: কথায়-গানে-কবিতায় মৌ রায়চৌধুরীকে স্মরণ
Next articleমহারাষ্ট্রের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ! মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা