গড়িয়ার লাশ বিতর্ক : বেনজিরভাবে রাজ্যপালকে টুইটে জবাব স্বরাষ্ট্র দফতরের

গড়িয়ার লাশ-কাণ্ড নিয়ে রাজ্যপালের টুইটের এবার সরাসরি জবাব রাজ্য সরকারের। স্বরাষ্ট্র দফতর থেকে পাল্টা ট্যুইট করে রাজ্যপালকে বলা হলো, “মৃতের প্রতি যথাযথ মর্যাদা দেয় রাজ্য সরকার। করোনার ক্ষেত্রে তা প্রমাণিত। এখন দেহ দেখার সুযোগ পাচ্ছেন মৃতের পরিবার। সৎকারের প্রশ্নে রাজ্য সরকারের নীতিও খুব স্পষ্ট। একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কোনওরকমভাবে সম্পর্ক নেই করোনার। পুরো বিষয়টি রাজ্যপালকে লিখিতভাবে জানানো হয়েছে। প্রশাসনকে হেয় করতেই এই অপচেষ্টা চলছে। করোনা আর আমফান নিয়ে রাজ্য যখন লড়াইয়ে ব্যস্ত তখন মানুষকে বিভ্রান্ত করতেই এই কাজ।

Previous articleসাত মাস ধরে পেটে যন্ত্রণা, তরুণীর পেট কেটে বেরল সোনা, রুপো, পেতলের গয়না !
Next articleচলতি জটিলতায় বাঙালি স্কুলের ক্ষতি করতে ব্যস্ত অবাঙালি লবি