Monday, August 25, 2025

এখনই শিক্ষা প্রতিষ্ঠানে চালু হবে না পঠনপাঠন। জুলাই মাসে বন্ধ থাকবে স্কুল। শনিবার উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, “এই সংকট সময়ে প্রধান লক্ষ্য ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন জুলাই মাসে স্কুল বন্ধ রাখা যায় কি না তা বিবেচনা। সেই মোতাবেক স্কুলের পঠনপাঠন জুলাই মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।” নতুন শিক্ষাবর্ষ এখনই চালু করা সম্ভব নয় বলেও জানান পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, বৈঠকে উপাচার্যরা পঠনপাঠন, পরীক্ষা সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সীলমোহর দিলেই কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য আদেশনামা জারি করবে সরকার। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় সেনেট-সিন্ডিকেট বা গভর্নিং বডি বা এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে তা জানাবে ছাত্র-ছাত্রীদের।

সূত্রের খবর প্রস্তাব অনুযায়ী, ফাইনাল সেমিস্টারে ৫০ শতাংশ নম্বরের ভিত্তিতে পরীক্ষা হবে। মূলত অ্যাসাইনমেন্ট বা অনলাইনে এই পরীক্ষা নেওয়া হবে। বাকি ৫০ শতাংশ পূর্ববর্তী সেমিস্টারের নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এদিনের সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী আরও বলেন, অন্যান্য রাজ্য কী করছে সেদিকেও নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে বেশকিছু রাজ্যের খবর নেওয়া হয়েছে। তিনি জানান ফাইনাল ইয়ারের শিক্ষাবর্ষের কাজ ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করার চেষ্টা করছে সরকার। পাশাপাশি শারীরিকভাবে উপস্থিত না থেকেও কীভাবে শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ করা যায় সে সম্পর্কে মতামত নেওয়া হচ্ছে।

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...
Exit mobile version