Thursday, August 28, 2025

ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে লন্ডভন্ড গোটা বাংলা। ঝড়ের পরে গোটা বাংলার চিত্র বিপর্যস্ত। সবচেয়ে ভয়াবহ অবস্থা সুন্দরবনের৷ সেখানে বাসিন্দাদের অবস্থা খুবই খারাপ । মাথার উপর ছাদ ,চাষের জমি সবই হারিয়েছেন তাঁরা। এই সব হারানো মানুষগুলোর পাশে দাঁড়াতে একটি উদ্যোগ নিয়েছে ফেসবুক পেজ আন্তরিক। তারা প্রকাশ করেছে তাদের ই-ম্যাগাজিন ‘এক চিলতে রোদ্দুর’, যেটি বিক্রির সমস্ত টাকা তারা তুলে দেবে দুর্গতদের হাতে।

আন্তরিকের অ্যাডমিন দেবায়ন বলেন, “আমরা সকলেই চাইছিলাম এই সময় নিজেদের সাধ্যমত যতটা মানুষকে সাহায্য করা যায়। আমরা এর আগেও একটা ফান্ড তৈরি করেছিলাম কিন্তু তারপর মনে হল মানুষকে যদি বিনোদনের মাধ্যমে ত্রাণের জন্য টাকা দেওয়াতে আরও উৎসাহী করা যায়, তাই সেখান থেকেই এই ম্যাগাজিনের কাজ শুরু।”

দেবায়ন আরও জানিয়েছেন, “আমরা চেয়েছিলাম আমাদের ম্যাগাজিনটায় সব কিছু থাকুক, তাই শুধু কবিতা নয়, গল্প, কমিকস, সাক্ষাৎকার সবটা নিয়েই তৈরি হয়েছে এক চিলতে রোদ্দুর। দাম মাত্র ১০ টাকা।

কার কার লেখা থাকছে এই ম্যাগাজিনে? আন্তরিকের সদস্যরা তো আছেনই, তার সাথে রয়েছে বিশিষ্ট সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তী, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, বাউন্ডুলে, অভীক রায়, সুজয়নীল বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মত ব্যক্তিত্বদের লেখা। সাক্ষাৎকার দিয়েছেন ,অভিনেতা ঋদ্ধি সেন রেডিও জকি অগ্নি, রেডিও জকি সোমক, রোহিত মুখোপাধ্যায়, সংগীতশিল্পী অন্বেষা দাসগুপ্ত। মুক্তি পাওয়ার পর থেকেই বিশাল ভাবে সাড়া ফেলেছে আন্তরিকের এই ই-ম্যাগাজিন। ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে ৬০০টিরও বেশি কপি।

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version