Friday, November 14, 2025

মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তরে অনিয়ম, অর্থসচিব-সহ ৪ আমলাকে ED-র তলব

Date:

মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে ঢালাও বেনিয়মের অভিযোগ এনেছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি৷ সেই অভিযোগের তদন্তে নেমে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে

অর্থসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী- সহ ৪ আমলাকে ED তলব করেছে৷ ওই অভিযোগের বিষয়ে ৪ আমলার বক্তব্য জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ জানা গিয়েছে, রাজ্যের অর্থ সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী, ভগবতী প্রসাদ গোপালিকা, রাজেশ সিংহ এবং রাজীব কুমারকে আগামী ২২ জুন ED-র কলকাতা দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেট্রো ডেয়ারির নিয়ন্ত্রক সংস্থা রাজ্য দুগ্ধ ফেডারেশন পরিচালনা করে প্রাণী সম্পদ বিকাশ দফতর৷ সেকারনেই মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি নিয়ে বিভাগীয় সচিবদের বক্তব্য ED জানতে চায়৷

অধীর চৌধুরি অভিযোগ করেছিলেন, মেট্রো ডিয়ারির ৪৭ শতাংশ শেয়ার ছিল দুগ্ধ ফেডারেশনের হাতে। সেই ৪৭ শতাংশ শেয়ার কেভেন্টার্সকে ৮৫ কোটি টাকায় বিক্রি করা হয়। এর কিছুদিন পর মেট্রো ডেয়ারির ১৫ শতাংশ শেয়ার ১৭০ কোটি টাকায় একটি প্রাইভেট ইক্যুইটি ফান্ডকে বিক্রি করে দেয় কেভেন্টার্স। যে দামে কেভেন্টার্স শেয়ার বিক্রি করেছে, রাজ্য নিজে সেই শেয়ার বিক্রি করলে ৫০০ কোটি টাকা পাওয়া যেত৷ এই অভিযোগে হাইকোর্টে মামলাও করেন অধীর চৌধুরি।আর তারপরই ED গোটা ঘটনায় তদন্ত শুরু করে। যে ৪ প্রশাসনিক কর্তাকে ডাকা হয়েছে, তারা প্রত্যেকেই ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে প্রাণী সম্পদ বিকাশ দফতরের সচিব ছিলেন। ওদিকে, রাজ্যের ৪ আমলাকে ED-র তলব করা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version