Monday, November 17, 2025

বিজেপির ভার্চুয়াল সভার পাল্টা দাওয়াই: বাড়ি বাড়ি জনসংযোগ অনুব্রতর

Date:

Share post:

করোনাভাইরাস আবহেও ভার্চুয়াল সভা করে ইতিমধ্যেই 2021 সালে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। পিছিয়ে নেই শাসকদলও। ভার্চুয়াল সভার পাল্টা হিসেবে বাড়ি বাড়ি গিয়ে সরকারের সাফল্য এবং কেন্দ্র সরকারের ব্যর্থতা নিয়ে প্রচার শুরু করতে চলেছে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সেই কর্মসূচি সফল করতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ শুরু হয়েছে।

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল রবিবার সিউড়ি 2 ব্লকের পুরোন্দপুর এ সাংগঠনিক সভা করেন। তাঁর অভিযোগ,”মাত্রাহীন মিথ্যাচারের আশ্রয় নিয়েছে বিজেপি। আমফানে ক্ষতিগ্রস্ত বাংলাকে নামমাত্র সাহায্য করেছে তারা। বাংলার মানুষকে বিজেপি কুকুর-ছাগলের সঙ্গে তুলনা করছে। বাংলায় রেশনের চাল নাকি কুকুর ছাগলের খাবার যোগ্য মানুষের নয়। এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সতর্ক করবে”। সভা থেকেই জেলার 167 গ্রাম পঞ্চায়েতে পর্যবেক্ষক নিয়োগ ঘোষণা করেন অনুব্রত। যেহেতু করোনা পরিস্থিতিতে বড় জনসভা বর্তমান পরিস্থিতিতে সম্ভব নয়। সেই বিষয়টি লক্ষ্য রেখে বাড়ি বাড়ি জনসংযোগের জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্র সরকারের ব্যর্থতা ও রাজ্য সরকারের সাফল্য নিয়ে প্রচার করা হবে। নিযুক্ত পর্যবেক্ষকরা সেই কর্মসূচি তদারকি করবেন বলে তৃণমূল সূত্রে খবর। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছরই বাংলায় বিধানসভা নির্বাচন।
ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা‌‌হ রাজ্য নেতৃত্বে ভার্চুয়াল সভা করে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছেন। বিজেপির সেই কর্মসূচির পাল্টা হিসেবে পর্যবেক্ষক নিয়োগ তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। এছাড়া জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এদিন দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এক লক্ষ বাড়ি এসেছে আবাস যোজনাতে। তাতে যদি কোন দলীয় কর্মী দুর্নীতিতে জড়িয়ে যান তাহলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...