Tuesday, November 18, 2025

পর্দার ধোনিকে শ্রদ্ধাজ্ঞাপন ভারতের ক্রিকেটারদের

Date:

এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। পর্দায় ফুটিয়ে তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনির জীবন কাহিনী। সেই সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়াও। বলিউড অভিনেতার মৃত্যুতে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা।

টুইটারে শচীন তেন্ডুলকর লিখেছেন, ” সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে হতবাক এবং দুঃখিত। একজন তরুণ ও প্রতিভাবান অভিনেতা। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল। আত্মার শান্তি কামনা করি।”

 

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি লিখলেন, “সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর সংবাদ শুনে আমি হতবাক। মেনে নেওয়া কঠিন। তাঁর আত্মার শান্তি কামনা করি। ভগবান যেন তাঁর পরিবার ও বন্ধুদের সব শক্তি দেন।”

 

সুরেশ রায়না তার টুইটার হ্যান্ডেলে লেখেন, “মাহির বায়োপিকের জন্য আমরা একসঙ্গে সময় কাটিয়েছি। একজন সুদর্শন, সদা হাসি মুখ অভিনেতাকে হারালাম।

এদিন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুসংবাদ পেয়ে স্মৃতি রোমন্থন করেছেন ইরফান পাঠান। টুইটারে তিনি লেখেন, “শেষবার তাজ হোটেলের জিমে দেখা হয়েছিল। কেদারনাথ ছবিতে কাজের জন্য অভিবাদন জানিয়েছিলাম। সে সময় আমাকে ছিছরে দেখার জন্য অনুরোধ করেছিল।”

“অত্যন্ত বেদনাদায়ক খবর। বেশ কয়েকবার ওঁর সঙ্গে দেখা হয়েছে। সদা হাসি মুখ ছিল ওঁর।” টুইটারে লিখলেন হার্দিক পান্ডিয়া।

মহম্মদ সামি লিখেছেন “হতবাক এবং একই সঙ্গে বেদনাদায়ক ঘটনা। একজন ভালো অভিনেতা খুব তাড়াতাড়ি চলে গেলেন। আমাদের দেখা হওয়ার মুহূর্তগুলো মনে থাকবে।”

একইভাবে শোকস্তব্ধ মহম্মদ কাইফ। প্রাক্তন ক্রিকেটার টুইটারে লেখেন ” হাসি মুখের পিছনে অনেক ভাবনা নিয়ে যুদ্ধ হয়েছে। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। মনে রাখবেন এমন মানুষ আছেন যারা আপনাকে ভালবাসে।”

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version