Monday, November 3, 2025

মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু রাজ্যজুড়ে । রবিবার দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস।কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।
পুরো সপ্তাহ জুড়েই চলবে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এর মধ্যে দক্ষিণবঙ্গের দু-এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বীরভূম ও মুর্শিদাবাদে আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

পশ্চিমবঙ্গের সব জেলাতেই পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু।আগামী ২৪ ঘণ্টায় বিহার ঝাড়খন্ড অধিকাংশ এলাকায় এবং মহারাষ্ট্রের মুম্বইতে পৌঁছে যেতে পারে মৌসুমী বায়ু এবং দক্ষিণ গুজরাত দক্ষিণ মধ্যপ্রদেশের অংশে ও পৌঁছবে মৌসুমী বায়ু।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে সামান্য০.৭ মিলিমিটার।

উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হবে দার্জিলিং,জলপাইগুড়ি ও কালিম্পং, মালদা ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

বঙ্গোপসাগরে নিম্নচাপ ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে।এছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের এর উপর দিয়ে বিস্তৃত।

এই দুইয়ের প্রভাবে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় কোঙ্কন ও গোয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টি হবে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

Related articles

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...
Exit mobile version