মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির। শুধু দেশবাসী নয়, অস্ট্রেলিয়ায় রাত জেগে মহিলা দলের সাফল্যের সাক্ষী থাকলেন পুরুষ দলের ক্রিকেটাররা।
হোবার্টে তৃতীয় টি২০ ম্যাচে জয়ের পর সাজঘরে ট্যাবে বিশ্বকাপ ফাইনালের চোখ রাখেন গম্ভীর-রিঙ্কুরা। এমনকি হোটেলে ফিরে রাত জেগে মহিলাদের খেলার সাক্ষী থাকলেন বুমরাহ-সূর্যকুমারা। সোমবার সকালে দীর্ঘ বিমানযাত্রা ছিল ভারতীয় ক্রিকেটারদের। হোবার্ট থেকে পারথ হয়ে ব্রিসবেন গিয়েছেন ভারতীয় দল। কিন্তু সারারাত ঘুমায়নি গম্ভীর ও তাঁর ছাত্ররা।
ঘুম না হওয়ায় লাল চোখেই রিঙ্কু সিং সাংবাদিকদের বলে যান, কাল সারা রাত ঘুম হয়নি। কারণ রাত পর্যন্ত জেগে বিশ্বকাপের ম্যাচ দেখেছি। এমন ম্যাচ না দেখে কী উপায় আছে!
জসপ্রীত বুমরাহ বলেন, দারুণ একটা ম্যাচ হল। বিগত কয়েক বছর ধরেই ভারতীয় মহিলা দল দারুণ পারফরম্যান্স করছে। অবশেষে তারা বিশ্বকাপ জিতল। দারুন একটা মুহুর্ত।
গতকাল একটা ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল ভারতীয় পুরুষ দলের সাজঘরে চলছে মহিলাদের ম্যাচ। যার সাক্ষী থাকছেন গম্ভীর সহ বাকি ক্রিকেটাররা।
–
–
–