মুকুল রায় রবিবার একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন,” রাজ্য বিজেপির এখন দেখা উচিত জেলা, মন্ডল ও বুথ কমিটিতে যেন যোগ্য লোকেরা বাদ না যায়। দরকারে পাঁচজনের বদলে সাতজন আসুক কমিটিতে। কিন্তু আমার লোক, ওদের লোক বলে কেউ বাদ যেন না যায়। সেসব করার সময় নেই এখন।”

মন্ত্রিত্ব সংক্রান্ত প্রশ্নের জবাবে মুকুল বলেন,” এসব জল্পনা ভিত্তিহীন। দেশের পরিস্থিতিটা তো বুঝতে হবে। কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে ডেকেছিলেন। আমি রাজনীতি করা লোক। আগামী রাজনীতির লক্ষ্যে আমাকে কিছু কাজ দেওয়া হয়েছে। কথা বলে আমি খুশি।”
