Saturday, November 15, 2025

রাম-বামের এমন সখ্যতার নিদর্শন মেলা ভার। কথাটা ঠিক রাজনৈতিক নয়, এটা হয়ত এখন একজনের মানসিক পরিস্থিতি। যিনি বামেদের ‘ধর্মগ্রন্থ’ অর্ডার দিয়ে হাতে পেলেন সেই বইটি যাতে হাত রেখে বিভিন্ন সময় সত্যি-মিথ্যে বলে আসছে বাদী-বিবাদী দুই পক্ষই। গড়িয়ার বাসিন্দা সুতীর্থ দাস একটি বহুল প্রচলিত অনলাইন শপিং সাইটে অর্ডার দিয়েছিলেন ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’। যথাসময়ে তাঁকে জানানো হয় যে বইটি আসছে। অফিসে কাজের মধ্যেই তিনি খবর পান বাড়িতে তাঁর অর্ডার মতো পার্সেল পৌঁছে গিয়েছে। আগে অবশ্য অনলাইনে সব টাকা মিটিয়ে দেন তিনি। তারপর বাড়ি ফিরে সন্ধেবেলায় মোড়ক খুলে বিস্মিত, হতবাক, বলা ভালো চক্ষু চড়কগাছ সুতীর্থ দাসের। কারণ, কমিউনিস্ট ম্যানিফেস্টোর বদলে তাঁকে যেটা পাঠানো হয়েছে সেটা একশো কুড়ি পৃষ্ঠার ইংরেজিতে লেখা ‘ভগবৎগীতা’ ।

বিষয়টি সুতীর্থ নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। জানিয়েছেন, কীভাবে তাঁর অর্ডার করা বইয়ের বদলে ঠিক উল্টো মেরুর একটি বই এসে পৌঁছল সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। ফেসবুকে তাঁর পোস্টের তলায় পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় রসিকতা করে লিখেছেন, “একটা ফুটকির তফাৎ ভাই”। বিভিন্ন রসিকতা করে অনেকেই মন্তব্য করেছেন।
তবে অনলাইন শপিং সাইটটি কী কারণে কমিউনিস্ট ম্যানিফেস্টো বদলে বেছে বেছে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠাল- এ বিষয়ে তারা কিছু জানিয়েছে কি না সেটা অবশ্য সুতীর্থ তাঁর বন্ধুদের সঙ্গে শেয়ার করেনি। অনলাইন শপিং সাইটগুলি ভুল জিনিস প্রায়ই পাঠায়। মোবাইলের বদলে ইটের টুকরো আসে। এই প্রতারণায় বাদ পড়েননি বিখ্যাত ব্যক্তিত্বরাও। কখনও শপিং সাইটগুলি ভুল স্বীকার করে। আবার কখনও দায় চাপায় ডেলিভারি ম্যানের উপর। কোন কোন সাইট চুপচাপ বিষয়টি চেপে যায়। কিন্তু কোনও ডেলিভারি পার্সেন একজনের কমিউনিস্ট ম্যানিফেস্টো বের করে প্যাকেটে ভগবতগীতা পুরে দেবেন এই কথাটা কারও পক্ষেই হজম করা একটু কঠিন। বিষয় যাইহোক, মিল হয়ত এক জায়গাতেই আছে, তা হল জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি। দু’রকম হলেও দুটো বই বোধহয় সে কথাই বলে। আপাতত ফলের আশা না করে সুতীর্থ দাস শ্রীমদ্ভগবদগীতাটিকে আত্মস্থ করছেন কি না সেটাও হয়তো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তিনি। তবে তিনি জানিয়েছেন তাহলে বাড়িতে একটি সম্পূর্ণ ‘শ্রীমদ্ভগবদগীতা’ আছে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version