ফি বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কলকাতার বিশপ

করোনা পরিস্থিতিতে সিএনআই অধীনস্থ স্কুলগুলিতে ফি মুকুব সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়ে চিঠি দিলেন কলকাতার বিশপ পরিতোষ ক্যানিং। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে দেওয়া ওই চিঠিতে তিনি উল্লেখ করেন-

▪️ সিএনআই অধীনস্থ স্কুলগুলিতে ফি মুকুব করা যাবে না।

▪️ টিউশন ফি বাদে অন্যান্য ফি বহাল রাখতে হবে।

▪️ ষষ্ঠ বেতন কমিশন মেনে ফি নেওয়া হয়েছে।

▪️ ন্যূনতম এই ফি না নিলে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের বেতন দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে।

▪️ এ বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।

Previous articleফের চিন্তায় সাধারণ মানুষ! টানা ১০ দিন ধরে বাড়লো পেট্রোল-ডিজেলের দাম
Next article‘ ইয়াদ করো কুরবানি’, শহিদ কর্নেল সন্তোষ বাবু