ফের চিন্তায় সাধারণ মানুষ! টানা ১০ দিন ধরে বাড়লো পেট্রোল-ডিজেলের দাম

এমনিতেই করোনা মহামারির জেরে নাজেহাল মানুষ। তার ওপর টানা ১০ দিন ধরে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম।

মঙ্গলবারও পেট্রোলের দাম বেড়েছে ৪৭ পয়সা ও ডিজেলে বেড়ছে সর্বোচ্চ ৯৭ পয়সা।পেট্রোল-ডিজেলের পাশাপাশি অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম বাড়াল ১৬.৩ শতাংশ। প্রতি কিলোলিটারে বাড়ল ৫,৪৯৪.৫ টাকা।

মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম হল ৭৮.৫৫ টাকা প্রতি লিটার। দিল্লিতে ৭৬.৭৩ টাকা। লকডাউন শেষ হওয়ার পর ৭ জুন থেকে টানা ১০ বারে পেট্রোলে বেড়েছে। সবমিলিয়ে পেট্রোলে বেড়েছে ৫.৪৭ টাকা ও ডিজেলে বেড়েছে ৫.৮ টাকা।

পেট্রোল-ডিজেলের দাম আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Previous articleলকডাউনে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর দিলো নবান্ন
Next articleফি বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কলকাতার বিশপ