বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কিনারা করতে তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই তাঁর ফোনের লক খুলতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১ টা ৪৭ নাগাদ অভিনেতা ফোন করেন বান্ধবী রিয়া চক্রবর্তীকে। উত্তর দেননি রিয়া। এরপর ১:৫১ নাগাদ সুশান্ত ফোন করেন বন্ধু মহেশ শেট্টি কে। তিনিও উত্তর দেননি। রবিবার সকালে ফের বন্ধু মহেশকে ফোন করেন সুশান্ত। মেলেনি উত্তর। এরপর মহেশ তাঁকে ফোন করলে ফোনে পাওয়া যায়নি প্রয়াত অভিনেতাকে।
তদন্তে ফোনের দিকে নজর দিচ্ছে পুলিশ। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। জানা গিয়েছে, আজ মঙ্গলবার রাঁধুনি, পরিচারক সহ ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হবে। বান্দ্রা থানা সূত্রে খবর, একইসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সুশান্তের চিকিৎসককে।
প্রসঙ্গত, একের পর এক সম্পর্কে জড়িয়েছিলেন প্রয়াত অভিনেতা। প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের চলতি বছর বিয়ে হওয়ার কথা। তদন্তের স্বার্থে জেরা করা হতে পারে তাঁকেও। এবছর নভেম্বর মাসে বিয়ে হওয়ার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের। বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে মনোমালিন্যের কথাও উঠে এসেছে তদন্তে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকেও।