পাখিদের জন্য অভিনব উদ্যোগ, বাসা বাঁধলেন শ্রীরামপুরের যুবকরা

আমফানের জেরে ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা বাংলা। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উড়ে গিয়েছে পাখির বাসা। সেই পাখির বাসা ফিরিয়ে দিতে উদ্যোগী হলো হুগলীর শ্রীরামপুরের ৫ যুবক।

ঘূর্ণিঝড়ের ফলে ভেঙে গিয়েছে অসংখ্য গাছ। শুধুমাত্র হুগলী জেলাতেই প্রায় ৬০ হাজার ছোটো বড় গাছ ভেঙেছে। যার জেরে আশ্রয়হীন হয়ে পড়েছে পাখিরা। তাদের কথা ভেবে কৃত্তিম বাসা বাঁধার পরিকল্পনা করেন শ্রীরামপুরের ৫ যুবক।মাটির কলসিতে খড়কুটো ভরে একদিকে গোল করে কেটে সবুজ রঙ করে গাছে গাছে বসিয়ে দেওয়া শুরু করেন তাঁরা।প্রথমে শ্রীরামপুর বল্লভপুরে গঙ্গার পারের কয়েকটি গাছে গোটা কুড়ি বাসা বাঁধার পর দেখা যায় অনেক পাখি আসছে।
এরপর শ্রীরামপুর জুড়ে এই কাজে উদ্যোগ নেনে তাঁরা। টুনটুনি,বুলবুলি,হাঁড়িচাচা,শালিকরা তাদের বাসা ফিরে পেল ৫ যুবকের উদ্যোগে।

Previous articleনতুন ছয় চিটফাণ্ডের বিরুদ্ধে সিবিআই-এর এফ আই আর
Next articleবেহাল নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে মহেশতলায় বাম-কংগ্রেসের যৌথ বিক্ষোভ