করোনা মোকাবিলায় রাজ্যে সেফ হাউজ: মমতা

করোনা মোকাবিলায় রাজ্যে তৈরি হচ্ছে সেফ হাউজ। যাঁদের সংক্রমণ মারাত্মক নয়, কিন্তু করোনা পজিটিভ, তাঁদের সেখানে রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সেখানে থাকার বা চিকিৎসার সব রকম সুবিধা থাকবে। বাড়ি থেকে খাবার আনিয়েও খেতে পারেন রোগীরা। কিন্তু যাঁদের অবস্থা স্থিতিশীল তাঁদের হাসপাতালে রাখলে, সংকটজনক পরিস্থিতির রোগীরা বেড পাবেন না। এই কারণে রাজ্যে 104 টি সেফ হাউজ তৈরি করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Previous article“রোগী ফিরিয়ে দেবেন না” বেসরকারি হাসপাতালগুলিকে আবেদন মমতার, প্রতি ঘণ্টায় বেড-আপডেট
Next articleরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ৫০০ ছাড়ালো