Thursday, May 8, 2025

সুশান্ত ভাইয়ের সঙ্গে দেখা হবে না, আক্ষেপের সুর তরুণ ক্রিকেটারের গলায়

Date:

মানুষ চলে গেলেও তাঁর কাজ থেকে যায়। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে কার্যত শকড গোটা দেশ। চার দিন কেটে গেলেও এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকেই। তাঁর কাজকে মনে রেখে দিতে চান সুশান্তের অনুরাগীরা।

ছোট পর্দা থেকে বড় পর্দায় কাজ শুরু করেন সুশান্ত সিং রাজপুত। তাঁর প্রথম ছবি ছিল কাই পো চে। সেই সিনেমায় সুশান্ত একজন ক্রিকেট কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন। সিনেমায় সুশান্ত যাকে কোচিং করিয়েছিলেন সেই দ্বিগবিজয় দেশমুখ বাস্তব জীবনে ক্রিকেটার হয়ে উঠেছেন। মহারাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলেন তিনি দ্বিগবিজয়। ২০১৩ সালে কাই পো চে যখন মুক্তি পায় তখন দিগ্বিজয়ের বয়স মাত্র ১৪ বছর। পর্দার ক্রিকেটার সেই ছেলেটা বাস্তবেও ক্রিকেটার হয়ে উঠেছেন। আইপিএলে মুম্বই ফ্র্যাঞ্চাইজি নিলামে নিজেদের দলে নিয়েছে তাঁকে।

দ্বিগবিজয় বলেন, “বিশ্বাস করতে পারছি না সুশান্ত ভাইয়া আর নেই। ঠিক করেছিলাম আইপিএলে কোনও ম্যাচ খেলতে নামলে সুশান্ত ভাইয়াকে একবার ডাকব।” স্মৃতির সরণী বেয়ে দ্বিগবিজয় বলেন, সুশান্ত তাঁকে জিজ্ঞেস করেছিলেন বড় হয়ে কী হতে চায় সে। দ্বিগবিজয় জানিয়েছিলেন ক্রিকেটার। আক্ষেপের সুরে তরুণ ক্রিকেটার জানান, “ভাইয়াকে বলেছিলাম আমি ক্রিকেটার হওয়ার পর তোমার সঙ্গে দেখা করব। কিন্তু সুশান্ত ভাইয়ের সঙ্গে আমার আর দেখা হবে না। এর থেকে বড় কষ্ট হয়ত আর কিছু নেই।”

প্রসঙ্গত, ২০১৯ রঞ্জি ট্রফিতে দ্বিগবিজয়ের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। গত বছর মুস্তাক আলি ট্রফিতে খেলেন তিনি। সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন দ্বিগবিজয়। একটি ফার্স্ট ক্লাস ম্যাচে ছয় উইকেট পেয়েছিলেন তিনি।

Related articles

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...

আবেগতাড়িত বার্তায় টেস্টকে বিদায় রোহিত শর্মার

আইপিএলের মাঝেই বিরাট ঘোষণা রোহিত শর্মার(Rohit Sharma)। টেস্ট ফর্ম্যাট(Test Cricket) থেকে অবসরের ঘোষণা করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত...
Exit mobile version