Tuesday, August 26, 2025

টানা বাড়িতে থেকে একঘেয়েমি লাগছে? চাইছেন পুজোর দিনগুলিতে একটু ঘুরতে যেতে? এই কথা ভেবেই ট্যুর প্যাকেজ আনছে IRCTC। তবে বেড়াতে গেলে গেলে মানতে হবে কতগুলি নিয়ম।

দেখে নিন সেই স্বাস্থ্যবিধি 

১) প্রত্যেক রাজ্যকে দিতে হবে কোভিড ডিক্লেয়ারেশন।

২) ৬৫ বছরের বেশি বয়সের যাত্রীরা যেতে পারবেন না ট্যুরে।

৩) অন্তঃসত্ত্বাদের যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

৪) 10 বছরের নিচের শিশুদের যাওয়ায় থাকছে নিষেধাজ্ঞা।

৫) ট্যুরের ডিজাইন হবে আলাদা।

৬) পর্যটকদের আকর্ষণ করতে কম খরচে ট্যুরের ব্যবস্থা করছে।

৭) উপসর্গহীন রায় যাত্রা করতে পারবেন।

৮) হ্যান্ড স্যানিটাইজার ওর থার্মাল স্ক্রীনিং মাস্ট।

৯) টুডে প্রতিদিন একবার করে থার্মাল স্ক্রিনিং করা হবে।

১০) ট্রেনের প্রতি কম্পার্টমেন্টে জীবাণুনাশক স্প্রে করা হবে।

১১) ট্রেন থামলে প্যান্টিসহ সব কোচ জীবাণুমুক্ত করা হবে।

১২) পর্যটকদের প্রতিটি লাগেজ জীবাণুমুক্ত করা হবে।

১৩) কান্ট্রিতে খাবারের পরিচ্ছন্নতার জন্য বিশেষ সুপারভাইজার থাকবে।

১৪) ট্রেনের রান্নাঘরে সোশ্যাল ডিস্টেন্স মানতেই হবে।

১৫) প্রত্যেক পর্যটককে যথেষ্ট গরম জল দেওয়া হবে।

১৬) প্রত্যেক পর্যটককে মেডিক্যাল কিট দেওয়া হবে।

১৭) নির্দিষ্ট সময় অন্তর মাস্ক, গ্লাভস, গ্লাভস ফেস কভার পরিবর্তন করতে হবে।

১৮) ট্রেনের দুটি কম্পার্টমেন্ট খালি রাখা হবে।

১৯) যে কোন পর্যটক এর উপসর্গ দেখা দিলে ওই কম্পার্টমেন্টে রাখা হবে তাঁদের।

আইআরসিটিসির অধিকর্তা দেবাশীষ চন্দ্র বলেন,” আমরা চাই পুজোর সময় থেকে মানুষ ঘুরতে যাক তাদের প্রয়োজন অনুযায়ী আমরা ছোট টুর প্যাকেজে প্ল্যান করেছি খরচ কমানো হচ্ছে ১০-২০ শতাংশ তবে বড় ট্যুরের প্ল্যান এখনই নয়।”

পাশাপাশি বেসরকারি ট্রাভেল সংস্থা গুলি জানাচ্ছে এখন মুম্বাই তামিলনাড়ু গুজরাট এইসব জায়গায় পর্যটকদের নিয়ে যাওয়া যাবে না করো না পরিস্থিতি মাথায় রেখে এই ব্যবস্থা করা হবে।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version