তরুণ প্রাণোচ্ছল ছেলেটা ৩৪ বছর বয়সে বেছে নিল আত্মহত্যার পথ। মহাকাশ থেকে পদার্থবিদ্যার প্রতি ছিল
অমোঘ টান। অবসর সময়ে বই পড়া থেকে গিটার বাজাতেন তিনি। অজানাকে জানার আগ্রহ ছিল সব সময়। ঝকঝকে হাসির ছেলেটাকে আর দেখা যাবে না বিশ্বাস করতে পারছেন না তাঁর অনুরাগীরা।
তবে বাস্তবে না হলে সুশান্ত সিং রাজপুত বেঁচে থাকবেন অনুরাগীদের মনে। আর তাই সুশান্তের ফ্যান-ফলোয়ারদের জন্য ‘টিম সুশান্ত’ আনতে চলেছে অভিনেতার অফিশিয়াল ওয়েবসাইট। অভিনেতার ফেসবুক পেজ থেকে ওয়েবসাইট লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। সুশান্তের জীবন, জ্ঞান, স্বপ্ন, আদর্শ, ভাবনা নিয়ে আসছে ওয়েবসাইট SELFMUSING.COM। ‘ টিম সুশান্ত’ জানিয়েছে, সুশান্ত সিং রাজপুত কেমন ছিলেন তা অনেকেই জানতে চাইতেন। তাঁর অনুরাগীদের জন্যই অভিনেতার প্রত্যাবর্তন হবে।