Tuesday, December 16, 2025

সুশান্তের মৃত্যু : রিয়াকে জেরার পর মহারাষ্ট্র প্রশাসনের নিশানায় যশরাজ ফিল্মস

Date:

প্রতিভাবান বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মঘাতী হয়েছেন গত রবিবার। তার মৃত্যু নিয়ে উঠছে বহু প্রশ্ন। তার মৃত্যুর পর গতকাল টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেতার বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীকে। প্রয়াত অভিনেতার সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয় তাঁর কাছে।

রিয়াকে জেরার পরেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-রহস্য কিনারায় মহারাষ্ট্র প্রশাসনের কড়া দৃষ্টি এ বার যশরাজ ফিল্মসের ওপর। সূত্রের খবর, খুব শীঘ্রই মুম্বই পুলিশ ডাক পাঠাতে চলেছে ওই প্রযোজনা সংস্থাকে। খতিয়ে দেখা হবে সুশান্তের সঙ্গে তাদের চুক্তিপত্র।

এদিকে যশরাজ ফিল্মসকে সমন পাঠানোর আগেই সুশান্তের মৃত্যুর জন্য পক্ষপাতিত্বকে দায়ী করে বুধবার বিহারের মজফফরপুর জেলা আদালতে বলিউডের চার তারকা সলমন খান, করণ জোহর, একতা কাপুর, সঞ্জয় লীলা বানশালীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা।

এরপর তাঁদের সম্পর্কের বিষয়ে রিয়া জানান, লকডাউন শুরুর সময় থেকে সুশান্তের সঙ্গে লিভ ইন করতে শুরু করেন রিয়া। ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটে সুশান্তের সঙ্গে লিভ ইন শুরু করেন রিয়া চক্রবর্তী। তবে সুশান্তের আত্মহত্যার কয়েকদিন আগে সেখান থেকে চলে গিয়েছিলেন তিনি। তবে সুশান্তের ফ্ল্যাট ছেড়ে দিলেও, তাঁদের যে ফোনে কথা হত, সেই সব তথ্য রিয়া পুলিশকে জানিয়েছেন বলে খবর।

জানা যাচ্ছে, রিয়ার মোবাইল ফোনও স্ক্যান করা হয়। সেখানে থাকা সুশান্তের সঙ্গে তাঁর ছবি, ভিডিও সবকিছু খুটিয়ে দেখে পুলিশ। রিয়ার মোবাইল থেকে কোন কিছু ডিলিট করে দেওয়া হয়েছে কিন, তাও খতিয়ে দেখা হয়েছে।

অভিনেত্রী রিয়া চক্রবর্তী পুলিশকে আরও জানান, তাঁরা দুজনে মিলে একসঙ্গে সম্পত্তি কেনারও চেষ্টা করছিলেন। পাশাপাশি সুশান্ত চিকিৎসকের কথা মতো অবসাদ কাটানোর ওষুধ খাচ্ছিলেন, সেই প্রমাণও পুলিশের সামনে তিনি হাজির করেন।

রিয়া পুলিশকে জানিয়েছেন, চলচ্চিত্র পরিচালক রুমি জাফরির সিনেমায় তাঁদের দুজনের একসঙ্গে কাজ করার ছিল।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বলিউডে আপাতত তৈরি হয়েছে এক টান টান উত্তেজনা।

Related articles

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...
Exit mobile version