বীরভূমে মহম্মদবাজারে পৌঁছাল শহিদ রাজেশ ওরাং-এর কফিনবন্দি দেহ। মহম্মদবাজারে রাজেশকে শেষশ্রদ্ধা জানাতে ঢল নেমেছে গ্রামবাসীদের।
তাঁকে শ্রদ্ধা জানালেন বিজেপি সাংসদ লকেট চট্টপাধ্যায় ও অন্যান্যরা । সেনার তরফে রাজেশ ওরাং-কে গানস্যালুট জানানো হয়েছে।
মহম্মদবাজারে পৌঁছাল শহিদ রাজেশ ওরাং-এর কফিনবন্দি দেহ, শেষশ্রদ্ধা জানাতে ঢল গ্রামবাসীদের
Date:
Share post:
