Saturday, August 23, 2025

তাঁরা সম্পূর্ণরূপে ভারতীয় দাবি তুলে শহরের বুকে সমাবেশ চিনা পাড়ার বাদিন্দাদের

Date:

কলকাতার চিনাপাড়া বলে পরিচিত চায়না টাউনের সামনে শহরের চিনা তৃণমূল সদস্যরা এক বিক্ষোভ সমাবেশ করলো। লাদাখ সীমান্তে চিন সেনার আগ্রাসন ও ২০ ভারতীয় জওয়ানের শহিদ হওয়ার ঘটনার প্রতিবাদেই তাঁদের এই বিক্ষোভ।

এদিনের এই বিক্ষোভের নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান ও তার পুত্র ফৈযজ খান। এই বিক্ষোভের কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, কলকাতায় যে সমস্ত চিনা পরিবার যুগ যুগ ধরে রয়েছে, তাদেরকে বর্তমানে নানা প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হচ্ছে। আর তারই প্রতিবাদে আজ তারা এই বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁরা প্রায় তিন দশক ধরে এই শহর কলকাতায় রয়েছেন। তাঁরা সম্পূর্ণভাবে ভারতীয়। তাঁদের নাগরিকত্বের সমস্ত নথি যেমন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি ভারতেরই। শহর কলকাতাকে তাঁরা নিজের প্রাণের থেকেও ভালোবাসে। তাঁদের সঙ্গে চিনের কোনও সম্পর্ক নেই।

কিছু মানুষ তাঁদের কটূক্তি করছেন। যারা এটা করছেন, তাঁদেরকে এই কাজ থেকে বিরত থাকার আবেদনও করা হয়েছে।

একইসঙ্গে তাঁদের মত, লাদাখ সীমান্তে ভারতীয় জওয়ানদের ওপর চিনা সৈনিকদের যে আঘাত, তা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে এর জন্য পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। তাঁরা শহর কলকাতায় থাকেন, নিজেদের ভারতবাসী ও কলকাতাবাসী বলেই মনে করেন। এবং সম্পূর্ণ ভারতীয় মতে তারা নিজেদেরকে রেখেছেন। জামাকাপড় থেকে খাওয়া সবকিছু তারা ভারতীয় মতই করেন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version