Saturday, August 23, 2025

তাঁরা সম্পূর্ণরূপে ভারতীয় দাবি তুলে শহরের বুকে সমাবেশ চিনা পাড়ার বাদিন্দাদের

Date:

কলকাতার চিনাপাড়া বলে পরিচিত চায়না টাউনের সামনে শহরের চিনা তৃণমূল সদস্যরা এক বিক্ষোভ সমাবেশ করলো। লাদাখ সীমান্তে চিন সেনার আগ্রাসন ও ২০ ভারতীয় জওয়ানের শহিদ হওয়ার ঘটনার প্রতিবাদেই তাঁদের এই বিক্ষোভ।

এদিনের এই বিক্ষোভের নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান ও তার পুত্র ফৈযজ খান। এই বিক্ষোভের কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, কলকাতায় যে সমস্ত চিনা পরিবার যুগ যুগ ধরে রয়েছে, তাদেরকে বর্তমানে নানা প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হচ্ছে। আর তারই প্রতিবাদে আজ তারা এই বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁরা প্রায় তিন দশক ধরে এই শহর কলকাতায় রয়েছেন। তাঁরা সম্পূর্ণভাবে ভারতীয়। তাঁদের নাগরিকত্বের সমস্ত নথি যেমন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি ভারতেরই। শহর কলকাতাকে তাঁরা নিজের প্রাণের থেকেও ভালোবাসে। তাঁদের সঙ্গে চিনের কোনও সম্পর্ক নেই।

কিছু মানুষ তাঁদের কটূক্তি করছেন। যারা এটা করছেন, তাঁদেরকে এই কাজ থেকে বিরত থাকার আবেদনও করা হয়েছে।

একইসঙ্গে তাঁদের মত, লাদাখ সীমান্তে ভারতীয় জওয়ানদের ওপর চিনা সৈনিকদের যে আঘাত, তা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে এর জন্য পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। তাঁরা শহর কলকাতায় থাকেন, নিজেদের ভারতবাসী ও কলকাতাবাসী বলেই মনে করেন। এবং সম্পূর্ণ ভারতীয় মতে তারা নিজেদেরকে রেখেছেন। জামাকাপড় থেকে খাওয়া সবকিছু তারা ভারতীয় মতই করেন।

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...
Exit mobile version