Tuesday, November 11, 2025

তাঁরা সম্পূর্ণরূপে ভারতীয় দাবি তুলে শহরের বুকে সমাবেশ চিনা পাড়ার বাদিন্দাদের

Date:

কলকাতার চিনাপাড়া বলে পরিচিত চায়না টাউনের সামনে শহরের চিনা তৃণমূল সদস্যরা এক বিক্ষোভ সমাবেশ করলো। লাদাখ সীমান্তে চিন সেনার আগ্রাসন ও ২০ ভারতীয় জওয়ানের শহিদ হওয়ার ঘটনার প্রতিবাদেই তাঁদের এই বিক্ষোভ।

এদিনের এই বিক্ষোভের নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান ও তার পুত্র ফৈযজ খান। এই বিক্ষোভের কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, কলকাতায় যে সমস্ত চিনা পরিবার যুগ যুগ ধরে রয়েছে, তাদেরকে বর্তমানে নানা প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হচ্ছে। আর তারই প্রতিবাদে আজ তারা এই বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁরা প্রায় তিন দশক ধরে এই শহর কলকাতায় রয়েছেন। তাঁরা সম্পূর্ণভাবে ভারতীয়। তাঁদের নাগরিকত্বের সমস্ত নথি যেমন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি ভারতেরই। শহর কলকাতাকে তাঁরা নিজের প্রাণের থেকেও ভালোবাসে। তাঁদের সঙ্গে চিনের কোনও সম্পর্ক নেই।

কিছু মানুষ তাঁদের কটূক্তি করছেন। যারা এটা করছেন, তাঁদেরকে এই কাজ থেকে বিরত থাকার আবেদনও করা হয়েছে।

একইসঙ্গে তাঁদের মত, লাদাখ সীমান্তে ভারতীয় জওয়ানদের ওপর চিনা সৈনিকদের যে আঘাত, তা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে এর জন্য পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। তাঁরা শহর কলকাতায় থাকেন, নিজেদের ভারতবাসী ও কলকাতাবাসী বলেই মনে করেন। এবং সম্পূর্ণ ভারতীয় মতে তারা নিজেদেরকে রেখেছেন। জামাকাপড় থেকে খাওয়া সবকিছু তারা ভারতীয় মতই করেন।

Related articles

KIFF: হল ভরিয়ে ভরিয়ে কোমল গান্ধার দেখলেন দর্শকরা, ‘সিনেমায় রবীন্দ্রসঙ্গীত’ নিয়ে সান্ধ্য-আড্ডা 

৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) ষষ্ঠ দিনে সকাল সকাল 'কোমল গান্ধার' (Komal...

খুন-ধর্ষণ-নরমাংস ভক্ষণের অভিযোগ! শীর্ষ আদালতে বেকসুর খালাস নিঠারি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত

ধর্ষণ, খুন, খুনের পর ধর্ষণ ও নরমাংস ভক্ষণের নারকীয় কাণ্ডের অভিযোগ ছিল। নিঠারি হত্যাকাণ্ডের (Nithari Murder Case) ঘটনা...

ভারতের উপর শুল্ক কমাবেন ট্রাম্প! ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে সূচক

ভারতের উপর শুল্কহার কমানোর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট (America President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার হোয়াইট হাউস (White House)...

এবার কুমারগঞ্জে আত্মঘাতী বৃদ্ধ! SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ

এসআইআর আতঙ্ক পিছু ছাড়ছে না বাংলার মানুষের। তালিকায় নাম না থাকা বা নাম-ঠিকানার ভুলে দেশছাড়া হওয়ার আতঙ্কে জেরবার...
Exit mobile version