দিল্লির বিস্ফোরণ, ৯জনের মৃত্যু। আর পরদিন সকালেই ভুটান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তা নিয়ে তীব্র সমালোচনা করেছে তৃণমূল (TMC)। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেউই সাংবাদিক বৈঠক পর্যন্ত করেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অন্য পেশা বেছে নিতে বলে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পদত্যাগ দাবি করে স্যোশাল মিডিয়ার পোস্ট করেন কৃষ্ণনগরের সাংসদ।
মঙ্গলবার, সকালে নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) প্রথম অমিত শাহকে নিশানা করে মহুয়া লেখেন, “দেশের প্রয়োজন একজন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বক্ষণের ঘৃণা প্রচারের মন্ত্রী নয়। অমিত শাহের কর্তব্য নয় কি আমাদের দেশের সীমান্ত এবং শহরগুলিকে নিরাপত্তা দেওয়া? কেন তিনি বারবার এটাই করতে ব্যর্থ হচ্ছেন, কেন সব দিক থেকে তিনি ব্যর্থ হচ্ছেন?” প্রশ্ন তুলে তোপ দাগেন তৃণমূল সাংসদ।
India needs a capable Home Minster not a full time Hate Campaign Minister. Isn’t it @AmitShah ‘s duty to protect both our borders as well as our cities? Why is he failing so spectacularly on all counts?
— Mahua Moitra (@MahuaMoitra) November 11, 2025
তার কিছুক্ষণ পরেই নরেন্দ্র মোদির পোস্ট রিটুইট করে তীব্র কটাক্ষ করেন মহুয়া (Mahua Moitra)। লেখেন, ”হ্যাঁ। আমাদের রক্ষা করার জন্য ভারতের একটি শক্তিশালী সরকার প্রয়োজন। আপনার জন্য অন্যান্য ক্যারিয়ারের সুযোগ অপেক্ষা করছে।”
Yes. India needs a strong Government to protect us. Other career opportunities await your Honourable self. https://t.co/PaXgaq4qkN
— Mahua Moitra (@MahuaMoitra) November 11, 2025
দেশের এই আপৎকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দেশত্যাগের বিষয়টি নিয়ে প্রবল ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ২৬/১১-য় মুম্বইয়ে জঙ্গি হামলার পর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাংবাদিক বৈঠক উদাহরণ তুলে মোদি-শাহের নীরবতার নিয়ে আক্রমণ করছে রাজনৈতিক মহল।
আরও খবর: রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের
–
–
–
–
–
–
