Sunday, November 16, 2025

একইদিনে প্রাক্তন অধিনায়ক-সহ তিন স্টার ক্রিকেটার করোনা আক্রান্ত বাংলাদেশে!

Date:

সম্প্রতি, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। এবার করোনা থাবা বসালো বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট দলে। জানা যাচ্ছে, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মুর্তজা, প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান নাফিজ ইকবাল এবং বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে বাংলাদেশের সংসদ সদস্য মাশরাফি বেশ কয়েকদিন ধরে মহামারীর চলাকালীন তাঁর শহর ও সংসদীয় এলাকা নারেইলে সামাজিক কাজ করে যাচ্ছিলেন।করোনাতে বাংলাদেশের অন্যতম ক্ষতিগ্রস্ত অঞ্চল নারায়ণগঞ্জে খাদ্য ও অন্যান্য সামগ্রী সরবরাহে যুক্ত ছিলেন নাজমুল ইসলামও। কিন্তু এর মধ্যেই মারণ ভাইরাস থাবা বসালো তাঁদের ওপরেই।

আফ্রিদির মতোই মুর্তাজা ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের করোনা পজিটিভ হওয়ার কথা জানান। তিনি বলেন, “আজ আমার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। প্রত্যেকেই আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আমাদের দেশে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। আমাদের আরও সচেতন হতে হবে। আসুন আমরা বাড়িতেই থাকি, খুব প্রয়োজন না হলে যেন না বাইরে বেরোই। আমি বাড়িতেই সমস্ত প্রোটোকল ও সরকারি নির্দেশিকা মেনে চলছি। আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানো উচিত।” উল্লেখ্য, আপাতত নিজের বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে আছেন মুর্তাজা।

মুর্তাজার পাশাপাশি আক্রান্ত হয়েছেন প্রাক্তন ওপেনার নাফিজ ইকবালও। দেশের হয়ে ১১টি টেস্ট এবং ১৬টি ওয়ান-ডে খেলেছেন তামিম ইকবালের দাদা নাফিজ৷ এছাড়াও ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া নাজমুল ইসলাম করোনাতে আক্রান্ত হয়েছেন। দেশের হয়ে একটি টেস্ট, পাঁচটি ওয়ান ডে এবং ১৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version