Sunday, November 16, 2025

পরিস্থিতি এক নেই৷ অন্য বছরের মতো এবার বাজেট করলে হবে না৷ লকডাউন যেভাবে দেশের অর্থনীতির কোমর ভেঙ্গে দিয়েছে, তাতে বাজেট অনুসারে টাকা আসবে কোথা থেকে, সেটা ভাবা আরও জরুরি৷

তার থেকেও বড় কথা, সামাজিক দূরত্ব বিধি মেনে ক’জন আর এবার আলো, মণ্ডপ, প্রতিমা বা থিম দেখতে পথে নামবেন ?

তার উপরে জন- নিরাপত্তার কথা মাথায় রেখে পুরীর রথাযাত্রা বন্ধ করতে যেভাবে সক্রিয় হয়েছে সুপ্রিম কোর্ট, একই ভাবে কলকাতা বা বাংলার দুর্গা পুজো নিয়েও যে একই ধরনের নির্দেশ দেবে না, এমন কোনও গ্যারান্টি নেই৷ সব মিলিয়ে ঘেঁটে ঘ হয়ে আছে কলকাতার মেগাপুজো কমিটিগুলি৷

প্রাথমিকভাবে বাজেট কাটছাঁট করছে বেশিরভাগ পুজো কমিটি৷ মানুষ বিপন্ন, খাওয়ার জুটছে না, সেই পরিস্থিতিতে জাঁকজমক করে দুর্গাপুজো এবার কোনও কমিটিই করবে না৷ তাহলে বিকল্প কী ? মানুষ এবার পুজোর আনন্দও উপভোগ করতে পারবে না ? এখানেও লকডাউন ?

না, বিকল্প ভেবেছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’৷ দুধের স্বাদ ঘোলে মেটানোর উদ্যোগ নিয়েছে ফোরাম৷ মানুষের কথা ভেবে এবার অনলাইনে ঠাকুর দেখার পথে এগোচ্ছে ফোরাম ফর
দুর্গোৎসব৷ সঙ্গে আছে কলকাতার নামকরা পুজো কমিটিগুলি।

কলকাতার পুজো উদ্যোক্তাদের মঞ্চ ‘ফোরাম ফর দুর্গোৎসব’ ঠিক করেছে, এবারের পরিবর্তিত পরিস্থিতিতে তারা অনলাইনেই পুজো দেখাবে দর্শকদের। ফোরাম ফর দুর্গোৎসব-এর অন্যতম কর্তা পার্থ ঘোষ জানিয়েছেন, এই উদ্যোগের কথা৷ তাঁর কথা, “বাড়িতে বসেই মানুষ যাতে পুজোর আনন্দ কিছুটা অন্তত উপভোগ করতে পারেন, সেই চেষ্টা চলছে। বিভিন্ন টিভি চ্যানেলে যে পুজো দেখানো হয়, তেমন নয়। একেবারে অন্যরকম ভাবনা৷ অন্যভাবে দেখানো হবে কলকাতার বড় বড় পুজোগুলি”।তিনি জানিয়েছেন, “প্রাথমিকভাবে ঠিক হয়েছে, কলাবউ স্নান, মহাষ্টমীর অঞ্জলি, সন্ধিপুজো সব দেখানো হবে অনলাইনে। সরাসরি সম্প্রচারিত হবে চণ্ডীপাঠ, আরতি, অঞ্জলি। দেখানো হবে মণ্ডপ, আলো, প্রতিমা৷”

‘ফোরাম ফর দুর্গোৎসব’ ইতিমধ্যেই অনলাইনের প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ ফোরামের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ায় শুরু হচ্ছে ‘পুজোর আড্ডা’। এসব অনুষ্ঠানে বিভিন্ন কমিটির কর্তা, শিল্পীরা অংশ নেবেন। কিছুদিনের মধ্যেই এটা চালু হবে বলে জানিয়েছেন সংগঠনের কর্তারা। তাঁরা বলছেন, অনলাইনে পুজো দেখানোর বিষয়টি প্রাথমিকভাবে ফোরামে আলোচনা হয়েছে এবং সম্মতি মিলেছে। এবার চূড়ান্ত হবে অনলাইন পুজোর ব্যাপারটি। মহামারির আতঙ্কে ঠাকুর দেখতে আসতে না পারলেও আফশোস নেই। পুজোর আনন্দ থেকে বাঙালি যাতে বঞ্চিত না হন,সে চেষ্টাই করছে
‘ফোরাম ফর দুর্গোৎসব’৷

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version