Tuesday, May 13, 2025

আইনশৃঙ্খলাকে রক্ষার ওপর বিশেষভাবে জোর দিচ্ছে রাজ্য প্রশাসন। একাধিক জেলা ভেঙে পুলিশ জেলা তৈরি করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এবার রাজ্যজুড়ে ট্রাফিক পরিকাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর তাই ট্রাফিক পুলিশে ২৫৭৭টি নতুন পদ তৈরি করা হয়েছে। প্রতিটি জেলায় খোলা হচ্ছে ট্র্যাফিক কন্ট্রোল রুমও।

গত সপ্তাহে নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নতুন ২৫৭৭টি পদের মধ্যে ১৭০০টি কনস্টেবলের। পুলিশের গাড়ি চালানোর জন্য ১৭৭ জনকে নিয়োগ করা হবে। অন্যদিকে এএসআইয়ের পদ ৪৪০টি, এসআইয়ের পদ ১৭০টি, ইনস্পেক্টর-পদ ৭৫টি, ডিএসপি-পদ ১২টি এবং অতিরিক্ত পুলিশ সুপারের ৩টি পদ আছে।

রাজ্য ট্রাফিক পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ১৫টি রাজ্য সড়কের দৈর্ঘ্য চার হাজার কিলোমিটার। অন্যদিকে রয়েছে ২৭টি জাতীয় সড়ক। যার দৈর্ঘ্য প্রায় তিন হাজার কিলোমিটার। সংশ্লিষ্ট সড়কগুলিতে পরিকাঠামো ব্যবস্থা উন্নত করা হচ্ছে।

জানা গিয়েছে, ১৮টি জেলায় থাকবে ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুম। ২৭টি ট্রাফিক গার্ড, ১৭টি হাইওয়ে ট্রাফিক গার্ড, ১২টি জেলা-সহ ব্যারাকপুর, বিধাননগর, চন্দননগর কমিশনারেট মিলিয়ে ১৫টি জেলা ট্রাফিক এবং রোড সেফটি হেড কোয়ার্টার তৈরি হচ্ছে। নতুন ট্রাফিক গার্ডে ৫৮ জন এবং হাইওয়ে ট্রাফিক গার্ডে ১৯ জন করে কর্মী থাকবেন।

Related articles

স্বাভাবিকের পথে উপত্যকা, তবু কাটছে না আতঙ্ক!

পহেলগাম হামলা থেকে অপারেশন সিন্দুর (Operation Sindoor), কখনও সীমান্তে গোলাগুলি আবার কখনও আকাশপথে ড্রোন কিংবা মিসাইল হামলায় ত্রস্ত...

আজই বর্ষার আগমন! তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল মৌসম ভবন 

গরমে হাঁসফাঁস রাজ্যবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে গোটা বৈশাখ জুড়ে। বাংলা নববর্ষের প্রথম মাসের...

প্রধানমন্ত্রীর ভাষণের পরেই রাতে জম্মুতে হামলার চেষ্টা পাকিস্তানের! ব্ল্যাকআউট এলাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছু সময় পরই সোমবার রাতে জম্মুর সাম্বা সেক্টরে...

পর্যটক টানতে উদ্যোগ! এবার দার্জিলিঙের রাস্তায় ছুটবে ‘অমিতাভ-ধর্মেন্দ্রর’ মোটরবাইক

“ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে...” — এই গানে ভেসে আসা বন্ধুত্বের আবেগ এবার ছুঁয়ে যাবে বাংলার প্রিয় পাহাড়ি...
Exit mobile version