এই প্রথম পুরীর রথযাত্রার জন্য আদালতের দিকে তাকিয়ে থাকতে হলো জগন্নাথ পূজারীদের। আর এই প্রথম সাধারণ মানুষকে সরাসরি রথযাত্রা দেখতে হবে ডিজিটাল ও ইলেকট্রনিক মিডিয়াতে। আদালতের নির্দেশ একমাত্র সেবাইতরাই রথ টানতে পারবেন। কোন সেবাইতরা পারবেন? পুরী মন্দিরের মুখ্য সেবাইত রাজেশ দ্বৈতাপতি জানাচ্ছেন, যে সমস্ত সেবাইতের কোভিড টেস্ট নেগেটিভ এসেছে, তাঁরাই রথ টানতে পারবেন। এক একটি রথ টানবেন প্রায় ২৫০ জন সেবাইত। ফলে সব মিলিয়ে পুরীর ২ হাজার সেবাইতের মধ্যে প্রায় ১২০০ সেবাইত রথ টানবেন। সেবাইত বাছাই আজ, সোমবার রাতেই হয়ে যাবে। সেই সঙ্গে চলছে রথ সাজোনার শেষ মুহূর্তের প্রস্তুতি। মাস্ক ও স্যনিটাইজর বিলি করা শুরু হয়েছে। ফের কিছু সেবাইতের কোভিড টেস্টও চলছে।