দুর্নীতির অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের ইস্তফা

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেতা সোমনাথ বেরা। দলের তরফেই সোমনাথবাবুকে পদত্যাগ করতে বলা হয়েছিলো৷

চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে ওই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। ইদানিং তিনি জেলা পরিষদ দফতরেও যেতেন না। সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে তিনি প্রভাব খাটিয়েছেন বলেও অভিযোগ ওঠে। এমন অভিযোগও ওঠে, তমলুকে নিজের ব্লকে বেশ কয়েকজন দোতলা ও তিনতলা বাড়ির মালিকেও ২০ হাজার টাকা দিয়েছেন। বিতর্কের শুরুতেই তমলুক ব্লকে ক্ষতিপূরণ প্রাপকদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়। ওই নেতার বিরুদ্ধে পোস্টারও পড়ে। সোমবার তিনি জেলাশাসকের কাছে ইস্তফা দেন। জেলা সভাপতি শিশির অধিকারি বলেছেন, সোমনাথ বেরাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। তাই তিনি ইস্তফা দিয়েছেন৷

Previous articleসুশান্তর মৃত্যু নিয়ে এবার সরব ইরফান পত্নী সুতপা
Next articleনবান্নে সাংবাদিকদের মুখোমুখি স্বরাষ্ট্রসচিব, কী বললেন তিনি?