Monday, May 19, 2025

লাদাখে হামলার নির্দেশ এসেছিল চিনের শীর্ষ স্তর থেকেই, বলছে মার্কিন গোয়েন্দা রিপোর্ট

Date:

লাদাখ সীমান্তে ১৫ জুন রাতে ভারত-চিন সেনার মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের কারণ খুঁজতে গিয়ে সামনে এল এক বিস্ফোরক তথ্য। ভারত-চিন সেনা পর্যায়ের বৈঠক চলাকালীন গলওয়ান উপত্যকায় রক্তাক্ত সংঘর্ষের কারণ খুঁজতে গিয়ে মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছেন সেই বিস্ফোরক তথ্য। আর তা হল, চিনের পিপলস লিবারেশন আর্মির জেনারেল পর্যায়ের এক আধিকারিক ভারতীয় বাহিনীর উপর আক্রমণের নির্দেশ দিয়েছিলেন। আমেরিকার গোয়েন্দা অনুসন্ধান রিপোর্ট সূত্রে এই খবর মিলেছে। ভারতকে ‘শিক্ষা’ দিতেই হামলার নির্দেশ দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে মার্কিন গোয়েন্দা রিপোর্টে।

পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকা-সহ ওই এলাকায় ভারত-চিন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে পিএলএ-র ওয়েস্টার্ন কমান্ড। তার নেতৃত্বে রয়েছেন জেনারেল ঝাও জোংকি। এছাড়া আরও কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকও কমান্ডের বিষয়ে সিদ্ধান্ত নেন। শি জিনপিং প্রশাসনই তাঁদের নিয়োগ করেছে। মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, এই সেনা আধিকারিকরা মিলেই ভারতীয় সেনার উপর আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং নীচু স্তরের বাহিনীকে সেই নির্দেশ দিয়েছিলেন। মার্কিন রিপোর্টে ইঙ্গিত, ভারতীয় সেনার উপর হামলার সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছিল কমিউনিস্ট পার্টির সরকারের সর্বোচ্চ নেতৃত্বও।

 

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version