Monday, May 19, 2025

করোনা আবহতেই রথযাত্রায় কাঠামো পুজোর মধ্যে মা দুর্গার আগমনের বার্তা শোভাবাজার রাজবাড়িতে

Date:

রথযাত্রার পূর্ণ তিথি। যুগ যুগ ধরে রীতি মেনে লর্ড অফ অল লর্ডস জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হয় এবং দেশের বিখ্যাত মন্দিরের সঙ্গে বিভিন্ন বনেদি বাড়িতেও এই উৎসব পালিত হয়। বিশেষ করে এই বাংলায়। পূর্ণ তিথিতে কাঠামো পুজো। অর্থাৎ, মা দুর্গার কাঠামো পুজো। বারোয়ারি পুজোগুলি এই দিন থেকেই আবার শুরু করে খুঁটিপুজো। এবার করোনা আবহে কার্যত সবকিছুই স্তব্ধ।

কিন্তু বিপর্যয় যতই আসুক, ভক্তি কিংবা রীতিকে দূরে ঠেলা যায় না। আজকের দিনে এই কাঠামো পুজোর মাধ্যমে শারদীয়ার শুভ সূচনা ঘটে। রথযাত্রাকে কেন্দ্র করে বহু বনেদিবাড়িতে কাঠামোপুজো হয়। দুর্গাপুজোর সূচনাও হয় এই কাঠামো পুজোর মধ্য দিয়ে।

তেমনই উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ি। বছরের পর বছর ধরে রীতি মেনেই এই রথযাত্রার দিনেই বাড়ির দুর্গা প্রতিমার কাঠামো পুজো করে আসছে। এবারও তার ব্যতিক্রম হলো না। এই বছরে রথ ও অম্বুবাচী একদিনে পড়লেও এই রাজ বাড়ির দুই তরফেই পুজোর ঢাকে কাঠি পর গেল। হয়েছে কাঠামো পুজো। পরিবারের সদস্যরা জানালেন , অনেক মত থাকলেও তাঁদের কূল পুরোহিত জানিয়ে দেন অম্বুবাচী থাকলেও তাতে কাঠামো পুজোয় কোনও বাধা হবে না। তাই নিয়ম মেনেই এদিন শোভাবাজার রাজবাড়ির বড় ও ছোট হল কাঠামো পুজো।

পুজো হল এক টুকরো গরান কাঠের। এই কাঠ থেকে তৈরি হবে দুর্গা মূর্তি।বপাশাপাশি,নিয়ম মেনে হল রথযাত্রার অনুষ্ঠান। পরিবারের সদস্যরা সকলে মিলে টান দিলেন রথের রশিতে। পাশাপাশি উত্তর কলকাতার শিবকৃষ্ণ দাঁয়ের বাড়িতেও আজ দুর্গোৎসবের সূচনা হল। রথের রশিতে টান পড়ার পাশাপাশি রীতি মেনে কাঠামোকে পুজো করা হল দেবী লরূপে। এই কাঠামোতেই তৈরি হবে দেবীমূর্তি।

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version