Wednesday, August 27, 2025

৩৭০ ধারা বিলোপ থেকে অখণ্ড বাংলার প্রসঙ্গ তুলে প্রয়াণ দিবসে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধার্ঘ্য বিজেপির

Date:

আজ, ২৩ জুন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৬৭ তম প্রয়াণ দিবস। এই উপলক্ষ্যে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে “বলিদান দিবস” হিসেবে পালন করলো রাজ্য বিজেপি। প্রতিবছরের মতো এবছরও বিজেপির তরফ থেকে এই দিবস পালন করা হচ্ছে । কেওড়াতলা মহাশ্মশানে সকালেই পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। এদিন শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সৌমিত্র খাঁ-সহ রাজ্য বিজেপির নেতারা।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “শ্যামাপ্রসাদ মুখার্জীকে নিয়ে না কোনও বিতর্ক আছে, না তাঁর কোনও মূর্তি নিয়ে বিতর্ক আছে। তাঁর অবদান কখনও অস্বীকার করা যায় না। তিনি দেশের জন্য যা করেছেন তা যুগ যুগ ধরে সকলে মনে রাখবে।”

তিনি আরও বলেন, “শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন ছিল কাশ্মীর থেকে ৩৭০ ধারা এবং ৩৫-এ বিলুপ্ত করা হবে, তা আজ সফল হয়েছে। তিনি যে অখণ্ড বাংলার স্বপ্ন দেখতেন তা পূরণ হয়েছে। কিন্তু তাঁর হিন্দু বেঙ্গলি-হোমল্যান্ড আজ বিপন্ন। বাংলাদেশের সঙ্গে যোগ হতে যাচ্ছে। কিন্তু খুব তাড়াতাড়ি আমরা তাঁর সেই স্বপ্নও পূরণ করবো।”

এর পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছেন, “বিজেপির একমাত্ৰ আইকন শ্যামাপ্রসাদ মুখার্জী নন। যাঁরা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, তাঁরা সবাই বিজেপির কাছে আইকন। যাঁরা ফটো নিয়ে রাজনীতি করেন, তাঁদের দলে তিনি নেই।”

অন্যদিকে রাহুল সিনহা জানিয়েছেন, “ভারতবর্ষের জন্য এবং সমগ্র দেশবাসীর জন্য ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি যা করেছেন, তাঁর অবদান অবিশ্বাস্য। তিনি পশ্চিমবঙ্গের জন্য যা করেছেন, তা কখনও রাজ্যের মানুষ ভুলতে পারবেন না ।শুধু পশ্চিমবঙ্গ নয়, আজ পঞ্জাবকে ভারতের অন্তর্ভুক্ত করায় শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদান অনস্বীকার্য।”

এর পাশাপাশি রাহুল সিনহা আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, “কাশ্মীরে ৩৭০ ধারা এবং ৩৫-এ ধারা শ্যামাপ্রসাদ মুখার্জী বিলুপ্ত করার দাবি নিয়ে কাশ্মীরে গেছিলেন। এবং সেখানে তাঁকে হত্যা করা হয় ষড়যন্ত্র করে। কিন্তু আজ নরেন্দ্র মোদি সরকারের তত্ত্বাবধানে কাশ্মীরে ৩৭০ এবং ৩৫-এ ধারা বিলোপ করা হয়েছে। অর্থাৎ, শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদান কখনই ভোলা সম্ভব নয়।”

একইসঙ্গে রাহুল সিনহা বলেন, “কলকাতা পোর্ট ট্রাস্ট-এর নাম ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করা একদম যথোপযুক্ত হয়েছে।”

Related articles

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...
Exit mobile version