Wednesday, August 27, 2025

স্মৃতির অনুপস্থিতি বিজেপির দ্বিতীয় ভার্চুয়াল সভার জৌলুষ কমিয়ে দিল

Date:

৯ জুন অমিত শাহের ভার্চুয়াল সভার পর আজ, বিজেপির জনসম্পর্ক অভিযানের ছিল দ্বিতীয় দফার সভা। বিধানসভা ভোটের দামামা বাজালেন সব বক্তারাই।

২৪শের সভার তারকা হিসাবে স্মৃতি ইরানিকে নিয়ে বিজেপি মহলে ব্যাপক প্রচার ছিল। মূলত মেদিনীপুর আর হুগলি ছিল টার্গেট অডিয়েন্স। কিন্তু সরকারি কাজে ব্যস্ত হয়ে পড়ায় স্মৃতি ইরানি দলীয় এই কর্মসূচিতে অংশ নিতে পারেননি। পরিবর্তিত পরিস্থিতিতে দলের হয়ে হাল ধরেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়া দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, রাজ্যসভার সাংসদ ভূপেন্দ্র যাদব এবং কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তবে স্মৃতির অনুপস্থিতি নিঃসন্দেহে সভার আকর্ষণ অনেকটাই কমিয়ে দিয়েছে।

আলুওয়ালিয়া সরকারের প্রকল্পগুলিকে সামনে রেখে রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনা করেন। উঠে আসে পরিযায়ী শ্রমিকের কথাও। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের দুর্নীতির দিকে আঙুল তোলেন, বলেন বেকারত্ব আর সন্ত্রাসের কথা। আর প্রধান বক্তা ভূপেন্দ্র যাদবের অভিযোগ ভোটে কারচুপি নিয়ে। তাঁর আশা একুশের ভোটেই মানুষ এই সরকারের বিরুদ্ধে রায় দেবেন। শ্রমিকদের নির্ধারিত মজুরি নিয়ে কেন্দ্রের উদ্যোগ, উজ্জ্বলা প্রকল্প, রেশন নিয়ে কেন্দ্র কী কী করেছে তার তালিকা দেন। আর বিধানসভা দখলের জন্য আরও পরিশ্রম করার জন্য দলের কর্মীদের অনুরোধ করলেন। জন সম্পর্ক সভা পরিচালনা করেন সায়ন্তন বসু। ছিলেন লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, রাহুল সিনহা, সৌমিত্র খাঁ, অগ্নিমিত্রা পাল প্রমুখ।

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version