Sunday, November 2, 2025

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

Date:

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, আগামী ২৯ অগাষ্ট রাজ্যের আরও ১২টি নথিভুক্ত রাজনৈতিক দলকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের খাতায় নাম থাকলেও বাস্তবে অস্তিত্বহীন অনেক দল নিয়েই প্রশ্ন উঠেছে। সারা দেশে এ রকম মোট ৩৪৫টি দলকে চিহ্নিত করেছে কমিশন। এর মধ্যে ৩৩৪টি দলকেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে অন্তত ৭২টি নথিভুক্ত কিন্তু অকার্যকর দল।

এর আগে প্রথম দফায় রাজ্যের আটটি দলকে শুনানিতে ডাকা হয়েছিল। কিন্তু মাত্র একটি দল নথিপত্র জমা দিতে সক্ষম হয়। বাকি সাতটির নাম বাদ পড়ে কমিশনের তালিকা থেকে। এবার দ্বিতীয় দফায় ফের ১২টি দলকে তলব করা হয়েছে।

কমিশন সূত্রে জানা যাচ্ছে, নথিভুক্ত থাকার সুবিধায় এই দলগুলি কর ছাড়সহ নানা সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছিল। অথচ কমিশনের পাঠানো চিঠি ‘নো রিপ্লাই’ বলে ফেরত এসেছে। মেসেঞ্জার মারফত যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়েছে। তাই এই দলগুলির বাস্তব অস্তিত্ব নিয়েই সন্দেহ প্রকাশ করেছে কমিশন।

আগামী ২৯ অগাস্টের শুনানিতে হাজির থাকা বা না-থাকার উপর নির্ভর করবে এই দলগুলির ভবিষ্যৎ। যে সব দল অনুপস্থিত থাকবে, তাদের বিরুদ্ধে সরাসরি রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে।

আরও পড়ুন – সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version